পরপর বড় বড় গাড়ি, নিরাপত্তা রক্ষী। গ্রিন করিডর দিয়ে শোঁ-শোঁ করে ছুটছে গাড়িগুলি। রীতিমতো কনভয়। তবে তা কোনও ভিভিআইপির জন্য নয়। পিকআপ ট্রাকে রয়েছেন জিনাত। সেই জিনাত, যে গত কয়েকদিন ধরে বনকর্মীদের রাতের ঘুম কেড়ে নিয়েছিল। রাতে তড়িঘড়ি ঠিক এ ভাবেই জিনাতকে আনা হল কলকাতার আলিপুর চিড়িয়াখানায়। অবশ্য জিনাতকে এখন ভিভিআইপি বললেও খুব একটা ভুল হবে না। কারণ গত কয়েকদিনে প্রায় প্রতিটি সংবাদমাধ্যমেরই শিরোনামে ছিল এই বাঘিনী। রবিবার বাঁকুড়া থেকে জিনাতকে ধরা হয়। এরপরই আলিপুর চিড়িয়াখানার পশু চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসা হয় জিনতকে।