“দলে থাকতে গেলে দলের শৃঙ্খলা মেনে চলতে হবে। যারা তা করেনি, শুধুমাত্র কিছু সংবাদপত্রের খবরে বিশ্বাস করে দলবিরোধী মন্তব্য করেছেন তাদের পাশে থাকা হবে না।” সোমবার তৃণমূলের ওয়ার্কিং কমিটির বৈঠকে সাংসদ সুখেন্দুশেখর রায়কে না ডাকা নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্যের পাল্টাও উত্তর তৃণমূল নেতা ফিরহাদ হাকিমের। পাশাপাশি এতিম সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপিকে কটাক্ষ করে ফিরহাদ বলেন, “বাংলার মানুষ ওদের আসল চরিত্র জানে। বিজেপির বেশ বলে কিছু নেই। ওটা পাবলিসিটি ওরিয়েন্টের দল। সিপিএমের ভোট পেয়ে ওরা লাফালাফি করে। বাংলায় ওদের সংগঠন বলে কিছু নেই।”