"টাকা দিলে সঙ্গে সঙ্গে পিজি-তে দেখানো যায়। সে নোট টু পিজি। সিপিএমের সরকার হলে রোগী সুস্থ হয়ে বাড়ি চলে যেত। ২৩ মাস জেলে ছিলাম। মানুষের জন্য আরও ৫ বছর জেলে থাকব।" এসএসকেএম-এর রোগী পরিষেবা নিয়ে ক্ষোভ উগরে দিলেন মদন মিত্র। দুর্ঘটনায় আহত হন ডাক্তারি পড়ুয়া শুভদীপ পাল। অনেক চেষ্টা করেও তাঁকে ভর্তি করানো যায়নি বলে অভিযোগ মদনের।