শহিদ ক্ষুদিরাম বসুর ১২৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ বিবাদী বাগে রাজ্য সরকারের পক্ষ থেকে তাঁর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধাজ্ঞাপন করলেন মন্ত্রী সুজিত বসু। মাল্যদানের পর কাঁথিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “অভিষেকের সভা অবশ্যই অনেক বড় সভা হবে। আমার শুভেচ্ছা রইল।” পাশাপাশি ভগবানপুরে বোমা বিস্ফোরণ প্রসঙ্গে তিনি বলেন, “হিংসার রাজনীতি করে বড় কিছু করা যায় না, যারা এটা করছে তারা বেশি দূর এগোতে পারবে না। বাংলার মানুষ তৃণমূলকে ভোট দিয়েছে। বিরোধীদের একটু ধৈর্য ধরতে হবে।”