পড়ুয়া-সহ ‘নিখোঁজ’ হয়ে গিয়েছিল সল্টলেক শিক্ষা নিকেতনের তিনটি বাস। এমনটাই অভিযোগ অভিভাবকদের। শুক্রবার বেলা ১২টায় স্কুল ছুটির পর দুটি বাসে করে পড়ুয়ারা বাড়ির উদ্দেশে রওনা দেয়। তার পর থেকেই তাদের আর কোনও খোঁজ ছিল না বলে অভিযোগ অভিভাবকদের। অভিভাবকরা জানান, শুক্রবারই মহিষবাথানের সল্টলেক শিক্ষা নিকেতন স্কুল খুলেছে। স্কুল ছুটি হয়ে গিয়েছে ১১টা নাগাদ। কিন্তু তার পর কয়েক ঘণ্টা কেটে গেলেও কোনও পডুয়া বাড়ি ফেরেনি। ঘটনায় উদ্বিগ্ন অভিভাবকরা। জানা যাচ্ছে, মোট দুটি বাসের কোনও হদিশ মেলেনি। এর পর স্কুলে গিয়ে অভিভাবকরা বিক্ষোভ শুরু করেন। ঘটনাস্থলে পৌঁছয় ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ ও সিআইডি।