নবমীতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আগামী ২২ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের কোথাও কোন বৃষ্টির সম্ভাবনা নেই। মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। আগামী তিন দিনে দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা এক থেকে দু ডিগ্রি কমার সম্ভাবনা থাকছে। ২৩ তারিখ উপকূলীয় জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। দক্ষিণ ২৪ পরগনা মেদিনীপুর, কলকাতা হাওড়া হুগলিতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। ২১ তারিখে সেন্ট্রাল বে অফ বেঙ্গলে একটি নিম্নচাপ সৃষ্টি হতে চলেছে। এরফলে ২৪ তারিখ বৃষ্টি বাড়তে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জানালেন আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।