জুনিয়ার ডাক্তারদের সঙ্গে আলোচনা করতে চেয়েছিল রাজ্য সরকার। সেজন্য স্বাস্থ্য সচিব মেলও পাঠিয়েছিলেন জুনিয়ার ডাক্তারদের। তবে সেই মেলের কোনও উত্তর আসেনি। জুনিয়ার ডাক্তাররা আলোচনাতেও আসেনি। জানালেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি আরও জানান, এই বৈঠকের জন্য মুখ্যমন্ত্রী নবান্নে অপেক্ষা করছিলেন। তিনি সাড়ে সাতটা নাগাদ বেরিয়ে যান।