মাঘের ভোরে ফুরফুরে বসন্তের হাওয়া। বৃষ্টির ভ্রূকুটি তৈরি হতেই গায়েব ঠান্ডা। আবার কনকনে ঠান্ডা ফিরবে কিনা তা নিয়ে চিন্তায় রাজ্যবাসী। সকালের দিকে উত্তর ও দক্ষিণ বঙ্গের সব জেলাতেই সকালে কুয়াশা থাকার পূর্বাভাস রয়েছে। সঙ্গে দু এক জায়গায় ঘন কুয়াশার সতর্কতাও জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। দু-এক জেলায় দৃশ্যমানতা 500 মিটারে নেমে আসতে পারে। ওড়িশা ও ঝাড়খন্ড সংলগ্ন জেলাগুলিতে কুয়াশার দাপট বেশি থাকবে। বুধবার দার্জিলিং কালিম্পং এ হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং জেলায় হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা। বাকি জেলাতে শুষ্ক আবহাওয়া।