আন্দোলনকারী ডাক্তাররা স্বাস্থ্য সচিবের পাঠানো মেলের উত্তর দেননি। তাঁরা আলোচনাতেও অংশ নেননি। কেন এমনটা করলেন, তার ব্যাখ্যা দিলেন জুনিয়ার ডাক্তাররা। তাঁরা জানান, আলোচনার রাস্তা খোলা আছে। তবে তাঁদের শর্ত আছে। মেলের ভাষা নিয়ে আপত্তি আছে তাঁদের।