চিকেনের একঘেয়ে রেসিপি ছাড়ুন। আজ পেঁয়াজ-রসুন ছাড়াই চিকেনের এক সহজ রেসিপি শিখে নিন। এটি বানাতে খুব বেশি সময়ও লাগে না।
সবচেয়ে বড় বিষয়টি হল, চিকেনের সলিড পিস দিয়ে এটি বানাতে পারবেন। অর্থাৎ যে পিসগুলি সাধারণ রান্নার পর বড্ড ছিবড়ে হয়ে যায়। এক্ষেত্রে ওই পিসেই হবে সুস্বাদু। চিকেনের এই সলিড পিসগুলি তাই এভাবে রান্না করে কাজে লাগান।
উপকরণ:
চিকেনের ব্রেস্ট পিস, সর্ষে, কাঁচালঙ্কা, নারকেল, টক দই, হলুদ, নুন, সর্ষের তেল।
প্রণালী:
গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। দুর্দান্ত স্বাদ।