Advertisement

লাইফস্টাইল

Knee Pain Relief: শীতে হাঁটু ব্যথায় কাতরাতে হবে না, জেনে নিন ৫ ঘরোয়া টোটকা

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Dec 2025,
  • Updated 2:19 PM IST
  • 1/9

শীতে অনেকেরই হাঁটু ব্যথা বাড়ে। আর এমনটা হওয়ার একটা বিশেষ কারণ রয়েছে। আসলে শীতে আমাদের ব্যথা-বেদনা অনুভবকারী নার্ভগুলি বেশি সক্রিয় হয়ে ওঠে। সেই কারণেই ব্যথা-বেদনা বাড়তে শুরু করে।

  • 2/9

এই সমস্যা শুরু হলেই আবার পেইনকিলার খাওয়া বাড়াবেন না। কারণ, এই ধরনের ওষুধগুলি খেলে আদতে কিডনি, লিভারের ক্ষতি হতে পারে। তাই এই ধরনের ওষুধের থেকে দূরে থাকুন।

  • 3/9

তার বদলে ভরসা রাখতে পারেন কিছু ঘরোয়া টোটকার উপর। তাতেই ব্যথা কমে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। তাই দ্রুত জেনে নিন সেই সব উপায় সম্পর্কে।

  • 4/9

সবার প্রথমে হাঁটুটাকে ভাল করে ঢেকে রাখতে হবে। কোনওভাবেই যাতে ঠান্ডা না লাগে সেই জায়গায়, এটা নিশ্চিত করুন। তাতেই কমে যাবে যন্ত্রণা বলে মনে করছেন তারা।

  • 5/9

এই সময় বেশি সিঁড়ি ওঠানামা করবেন না। সেটা করলে আদতে ব্যথা-বেদনা বাড়তে পারে। তাই এই বিষয়টা নিয়ে সাবধান হন।

  • 6/9

এই সময় পারলে গরম সেক দিন। যখনই সময় পাবেন সেকটা দিতে হবে। তাহলেই দেখবেন ব্যথাটা কন্ট্রোলে থাকবে। খুব বেশি সমস্যা হবে না।

  • 7/9

এই সময় ঠান্ডা জলে স্নান করাও যাবে না। তার বদলে গরম জলেই করুন স্নান। তাতে সুস্থ থাকতে পারবেন। তাতে ঠান্ডা লাগবে না। পাশাপাশি ব্যথাও কমবে দ্রুত গতিতে।

  • 8/9

শাক, সবজি এবং ফল খান বেশি করে। পাশাপাশি হলুদ খাওয়া হল মাস্ট। এই নিয়মটা মেনে চললেই সুস্থ থাকতে পারবেন বলে মনে করছেন চিকিৎসকেরা।

  • 9/9

এত কিছু করার পরও যদি হাঁটু ব্যথা না কমে, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। তিনি ওষুধ দিলে সেগুলি খান। তবে নিজের বুদ্ধিতে কোনওভাবেই ওষুধ খাওয়া চলবে না।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement