Advertisement

লাইফস্টাইল

Benefits of Cauliflower: সস্তার ফুলকপিতেই হাজার গুণ, সুগার-সহ ৫ সমস্যা থাকবে কন্ট্রোলে

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Dec 2025,
  • Updated 4:28 PM IST
  • 1/9

শীত পড়তেই কমেছে ফুলকপির দাম। এখন ১৫ থেকে ২০ টাকাতেও মিলছে এই সবজি। তাই প্রতিবাড়িতেই নিয়মিত আসছে এই সবজি। এটা খেয়েই রসনাতৃপ্তি চলছে।

  • 2/9

তবে শুধু স্বাদে নয়, স্বাস্থ্যগুণেও সেরার সেরা বাঁধাকপি। এই সবজি নিয়মিত খেলে একাধিক লাভ পাবেন। শরীরের হাল ফিরে যাবে। একাধিক রোগ থাকবে কন্ট্রোলে। তাই নিয়মিত ফুলকপি খেতে ভুলবেন না যেন!

  • 3/9

তাই আর সময় নষ্ট না করে ফুলকপির একাধিক উপকার সম্পর্কে জেনে নিন। তারপরই না হয় এই সবজি খাবেন। তাই ঝটপট নিবন্ধটি পড়ে নিন দ্রুত।

  • 4/9

এই সবজি নিয়মিত খেতেই পারেন। তাতে অন্ত্রে ফাইবারের পরিমাণ বৃদ্ধি পাবে। যার ফলে সুস্থ থাকবে পেট।

  • 5/9

এই সবজি নিয়মিত খেলে বেশি খিদে পাবে না। যার ফলে ওজন বশে থাকবে বলে মনে করা হচ্ছে। তাই নিয়মিত খান এই সবজি।

  • 6/9

সুগার রোগীরা খেতেই পারেন এই সবজি। তাতেই উপকার পাবেন। আপনাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসতে পারে বলে মনে করছেন চিকিৎসকেরা। আসলে এতে মজুত ফাইবারই উপকার করবে।

  • 7/9

তবে যাদের ফুলকপি খেলে গ্যাস, অ্যাসিডিটি হয়, তারা ভুলেও এটা রোজ রোজ খাবেন না। তাতে শরীরের হাল বিগড়ে যেতে পারে।

  • 8/9

আপনি যদি নিয়মিত ফুলকপি খান, তাহলে কোলেস্টেরল লেভেল কমে যেতে পারে। উল্টে বাড়তে পারে এইচডিএল। যার ফলে ভাল থাকবে হার্ট।

  • 9/9

ফাইবার আপনার অন্ত্রে মলের গতিবিধি বাড়াবে। যার ফলে পেট পরিষ্কার হতে সময় লাগবে না। উল্টে উপকার মিলবে বেশি।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement