Advertisement

Bad Breath Symptom: আচমকা মুখে দুর্গন্ধ হচ্ছে, সাবধান! কিডনি পরীক্ষা করান

Bad Breath Symptom: অনেকে বিশ্বাস করেন যে, যাঁরা বেশি অ্যালকোহল বা মদ খান, তাঁদের এই সমস্যায় পড়তে হয়। তবে তা ছাড়াও অনেক রকম জাঙ্ক বা প্রসেসড ফুড রয়েছে যেগুলি খেলে লিভারের বারোটা বাজতে পারে। এর মধ্যে চিপস, কোল্ড ড্রিঙ্ক, সুগার কোটেড খাবার ও নানা রকম বাজারে মেলা সসেজ, হ্যাম এগুলিও রয়েছে।

আচমকা মুখে দুর্গন্ধ হচ্ছে, সাবধান! এড়িয়ে যাবেন নাআচমকা মুখে দুর্গন্ধ হচ্ছে, সাবধান! এড়িয়ে যাবেন না
Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 Aug 2025,
  • अपडेटेड 8:51 PM IST

Bad Breath Symptom: আচমকা কিছুদিন ধরে দেখলেন যে মুখে দুর্গন্ধ হতে শুরু করেছে। ভাল করে ব্রাশ করে, মাউথ ফ্রেশনার দিয়েও দুর্গন্ধ যাচ্ছে না। তাহলে কিন্তু ভিতরে ভিতরে লিভারের রোগ দানা বাঁধছে কিনা যাচাই করে নিন। ফ্যাটি লিভার (Fatty Liver) এমন একটি সমস্যা যেখানে লিভারের কোষে চর্বি জমে যায়। এই অবস্থায় লিভার ঠিক মতো কাজ করতে পারে না।

অনেকে বিশ্বাস করেন যে, যাঁরা বেশি অ্যালকোহল বা মদ খান, তাঁদের এই সমস্যায় পড়তে হয়। তবে তা ছাড়াও অনেক রকম জাঙ্ক বা প্রসেসড ফুড রয়েছে যেগুলি খেলে লিভারের বারোটা বাজতে পারে। এর মধ্যে চিপস, কোল্ড ড্রিঙ্ক, সুগার কোটেড খাবার ও নানা রকম বাজারে মেলা সসেজ, হ্যাম এগুলিও রয়েছে।

আরও কারণ
তবে সেটাই একমাত্র কারণ নয়। এই রোগ (Fatty Liver)-টি বিভিন্ন মানুষের ওপর বিভিন্ন উপায়ে প্রভাবিত করতে পারে। একে হেপাটিক স্টেটোসিস (Hepatic Steatosis)-ও বলা হয়। যাঁরা বেশি করে মদ্যপান করেন, তাঁদের ফ্যাটি লিভার (Fatty Liver)-এর সমস্যা বেশি হয়। তবে এখন নানা রকম ফাস্টফুড ও অনিয়ন্ত্রিত খাওয়াদাওয়াতেও ফ্য়াটি লিভার হয়।

এমন পরিস্থিতিতে এই সমস্যা (Fatty Liver)-টি এমন লোকদের মধ্যেও দেখা যায় যাঁরা কখনও মদ খাননি। এর অনেক কারণ থাকতে পারে যেমন- উচ্চ কোলেস্টেরল লেভেল, ডায়াবেটিস, স্লিপ অ্যাপনিয়া, আন্ডারঅ্যাক্টিভ থাইরয়েড ইত্যাদি। বেশিরভাগ ক্ষেত্রেই শুরুতে এই রোগ ধরা পড়ে না। 

নিশ্বাস-প্রশ্বাসের সমস্য়ার মাধ্যমে আপনি সময় মতো এই রোগ শনাক্ত করতে পারেন। আসুন জেনে নিই শ্বাস-প্রশ্বাসের সময় অল্প পরিমাণে ফ্যাটি লিভারের সমস্যা কীভাবে শনাক্ত করা যায়।

ফ্যাটি লিভারের কারণে শ্বাস নেওয়ার সময় কী ধরনের দুর্গন্ধ?
ফ্যাটি লিভার (Fatty Liver)-এর অন্যতম লক্ষণ হল শ্বাসে অদ্ভুত গন্ধ। এটি ফেটর হেপাটিকাস নামেও পরিচিত। ফ্যাটি লিভারের সমস্যার কারণে শ্বাস-প্রশ্বাসের সময় এমন দুর্গন্ধ হয়, যেন কোনও কিছুর পচন ধরে। দুর্গন্ধ আপনার স্বাভাবিক শ্বাস থেকে সহজেই আলাদা করা যায়। 

Advertisement

সকালে বা কিছু খাওয়ার আগে নিঃশ্বাসে দুর্গন্ধ হওয়া স্বাভাবিক ব্যাপার। কিন্তু ফ্যাটি লিভারের সমস্যায় ভুগছেন, তা এমন মানুষদের সারাদিন ধরেই থাকে। এটি ফ্যাটি লিভার রোগের একটি স্পষ্ট লক্ষণ এবং তা মোটেই উপেক্ষা করা উচিত নয়।

নিঃশ্বাসে দুর্গন্ধের পাশাপাশি এগুলোও ফ্যাটি লিভারের লক্ষণ হতে পারে
আপনার শ্বাসে অনেক কারণে দুর্গন্ধ হতে পারে। এবং তার মধ্যে একটি ফ্যাটি লিভার (Fatty Liver) রোগ। সাধারণত যদি আপনার নিঃশ্বাসের দুর্গন্ধ ফ্যাটি লিভার (Fatty Liver)-এর রোগের সঙ্গে যুক্ত থাকে, তবে অন্যান্য উপসর্গও লক্ষ্য করা যায়। যেমন- ত্বক হলুদ হয়ে যাওয়া, পা ফুলে যাওয়া, পেট ফুলে যাওয়া, সহজে রক্তপাত।

 

Read more!
Advertisement
Advertisement