Advertisement

Hair Fall kidney Disease: প্রতিদিন গোছা গোছা চুল পড়ছে? মারাত্মক রোগেরও লক্ষণ হতে পারে

কিডনি খারাপ হলে শরীর ঠিক মতো পুষ্টি গ্রহণ করতে পারে না। পাশাপাশি ক্ষতিকর উপাদান দেহে জমা হয়। যার ফলে পড়ে যায় চুল। পাশাপাশি চুল পাতলা হয়ে যেতে পারে।

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 15 Oct 2025,
  • अपडेटेड 3:33 PM IST
  • কিডনিকে নিয়ে হেলাফেলা করা উচিত নয়
  • এই অঙ্গটি শরীরের বহু কাজ একা হাতে সেরে ফেলে
  • অতি সাধারণ চুল পড়ার সমস্যাও কিডনির বিপদের লক্ষণ হতে পারে

কিডনিকে নিয়ে হেলাফেলা করা উচিত নয়। এই অঙ্গটি শরীরের বহু কাজ একা হাতে সেরে ফেলে। জানলে অবাক হয়ে যাবেন, এই অঙ্গটি শরীর থেকে ক্ষতিকর উপাদান বের করে দেয়। শুধু তাই নয়, প্রেশার নিয়ন্ত্রণ ও হরমোন তৈরির মতো কাজও করে। তাই এই অঙ্গটির স্বাস্থ্য নিয়ে সচেতন হতে হবে। 

যদিও মুশকিল হল, অতি সাধারণ চুল পড়ার সমস্যাও কিডনির বিপদের লক্ষণ হতে পারে। আর এই তথ্যটা অনেকেরই জানা নেই।

কিডনির অসুখের সঙ্গে জড়িত হেয়ারফল
কিডনি খারাপ হলে শরীর ঠিক মতো পুষ্টি গ্রহণ করতে পারে না। পাশাপাশি ক্ষতিকর উপাদান দেহে জমা হয়। যার ফলে পড়ে যায় চুল। পাশাপাশি চুল পাতলা হয়ে যেতে পারে। তাই এমন পরিস্থিতিতে সাবধান হতে হবে। দ্রুত নিতে চিকিৎসকের পরামর্শ। তিনি কোনও টেস্ট দিলে করিয়ে নিন। তাহলেই কিডনির সমস্যা থাকলে তা ধরা পড়ে যাবে। সেই মতো শুরু করা যাবে চিকিৎসা। 

কিডনি ডিজিজেও পড়ে চুল
ইতিমধ্যেই যাঁরা কিডনির অসুখে আক্রান্ত, তাঁদের দ্রুত গতিতে পড়ে যেতে পারে চুল। আর এমনটা হওয়ার পিছনে একাধিক কারণ রয়েছে। যেমন ধরুন-

১. কিডনি শরীর থেকে টক্সিন বের করে দেয়। শুধু তাই নয়, ইলেকট্রোলাইটস ব্যালেন্স ধরে রাখে এবং মেটাবোলিজম ঠিক রাখে। তবে কিডনির কাজ করার ক্ষমতা কমে গেলে দেহে জমতে থাকে ইউরিয়া ও ক্রিয়েটিনিন। তার ফলে ইউরেমিয়া হতে পারে। আর এই টক্সিনই শরীরের ক্ষতি কর। পাশাপাশি হেয়ার ফলিকলকে করে দেয় দুর্বল। যার ফলে চুল পড়ে।

২. ক্রনিক কিডনি ডিজিজ শরীরের একাধিক জরুরি হরমোন এবং পুষ্টি উপাদানের ভারসাম্য বিগড়ে দিতে পারে। বিশেষত, আয়রন, জিঙ্ক এবং ভিটামিন ডি-এর ভারসাম্য বিগড়ে যায়। আর এই কারণেই পিছু নিতে পারে চুল পড়ার মতো সমস্যা। 

৩. কিডনির অসুখ শরীরের উপর ভীষণ চাপ ফেলে। এর জন্য হতে পারে টেলোজেন ইফলুভিয়ামের মতো অসুখ। আর সেই কারণেও চুল পড়ে যেতে পারে। 

Advertisement

এছাড়া কিডনির অসুখ শরীরে হরমোনের সমস্যা তৈরি করতে পারে। সেই কারণেই পড়ে পারে চুল। 

তবে সামান্য চুল পড়লে ভয় পাবেন না। তবে রোজ রোজ একগাদা চুল পড়লে সাবধান হন। কারণ, সেটার পিছনে কিডনির অসুখের ইঙ্গিত থাকতে পারে।

বিদ্র: এই প্রতিবেদটি সচেতনতার উদ্দেশ্য নিয়ে লেখা হয়েছে। কোনও ওষুধ খাওয়ার আগে অবশ্যই নিজের চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নিন।
 

Read more!
Advertisement
Advertisement