Advertisement

লাইফস্টাইল

Women Fertility: এই বয়সের পর গর্ভধারণের ক্ষমতা কমতে থাকে

Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Jul 2021,
  • Updated 7:24 PM IST
  • 1/10

আজকের এই দ্রুত লয়ের জীবনে একটা বয়সের পরই মানুষ ফ্যামিলি প্ল্যানিংয়ের কথা ভাবেন। তবে কনসেপশন সাইকেলে মহিলা এবং পুরুষ উভয়ের বয়স খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। গর্ভাবস্থায় শিশুর স্বাস্থ্য, গর্ভধারণের জটিলতা সব কিছুতেই এর গুরুত্ব রয়েছে।

  • 2/10

বিশেষজ্ঞরা জানাচ্ছে, ২০ বছর বয়সে মহিলারা সবচেয়ে বেশি ফার্টাইল থাকেন। এ সময় খুব সহজেই তাঁরা গর্ভধারণ করতে পারেন। বয়স ২০-র ঘরে থাকার সময় সেই ক্ষমতায় বিশেষ তারতম্য ঘটে না।

  • 3/10

এই বয়সে মহিলাদের জিম্বাণু খুব সবল এবং সুস্থ থাকে। তাই আগত সন্তানের ডাউন সিনড্রোম বা জন্মগত রোগের সম্ভাবনা অনেক কমে যায়।

  • 4/10

এই বয়সে গর্ভপাতের ঝুঁকি কম থাকে। সময়ের আগে প্রসব বা বাচ্চা অপুষ্টির শিকার সাধারণত হয় না। এই বয়সে মহিলাদের ডায়াবিটিস বা উচ্চ রক্তচাপের মতো সমস্যাও কম থাকে।

  • 5/10

পুরুষদের তুলনায় মহিলাদের প্রজনন ক্ষমতা - বিশেষজ্ঞরা জানাচ্ছে, মহিলাদের একটি সীমিত সংখ্যক ডিম্বাণু জমা থাকে গর্ভাশয়ে। তাই বয়স হওয়ার সঙ্গে সঙ্গে পুরুষদের চুলনায় মহিলাদের প্রজনন ক্ষমতা দ্রুত হারে কমতে থাকে।

  • 6/10

এই বয়সে মা হওয়ার কিছু সমস্যাও থাকে। প্রথম গর্ভাবস্থায় প্রি-এক্লেম্পসিয়ার ঝুঁকি থাকে, যদি সেই মহিলার কোনও পিসিওডি সংক্রান্ত সমস্যা থেকে থাকে।

  • 7/10

৩০ বছর বা তার পরে মহিলাদের প্রজনন ক্ষমতা - এই বয়সে এসে আগের তুলনায় গর্ভধারণের ক্ষমতা কমে যায়। যদি মহিলা সুস্থ থাকেন সে ক্ষেত্রে প্রতি মাসে ১৫-২০ শতাংশ ঘর্ভধারণের সম্ভাবনা তৈরি হয়। কিন্তু কোনও স্বাস্থ্যগত সমস্যা থাকলে তা অনেকাংশে কমে যায়। ৩৫ বছর বয়সে গর্ভধারণের ক্ষমতা স্বাভাবিক বাবেই অনেকটা হ্রাস পায়। ডিম্বাণু মাত্রা এবং তার গুণগত মান কমে যাওয়ায় এই সমস্যা দেখা যায়।

  • 8/10

এই বয়সে মহিলাদের গর্ভধারণের ক্ষেত্রে নানা রকম সমস্যা তৈরি হয়। বেশিরভাগ ক্ষেত্রে সি সেকশনের মাধ্যমে শিশু জন্মায়। নবজাতকের জেনেটিক সমস্যা তৈরি হতে পারে। গর্ভপাত বা মৃত সন্তান প্রসব করার সম্ভাবনাও বাড়তে থাকে। এ ছাড়া একটোপিক প্রেগনেন্সির সম্ভানাও বেড়ে যায় অনেকাংশে।

  • 9/10

৪০ বছর বা তার পরে মহিলাদের প্রজনন ক্ষমতা - বিশেষজ্ঞরা এই বয়সে গর্ভধারণের সম্ভাবনা একেবারে খারিজ করেন না। ৪০-৪৪ বছর বয়সি মহিলাদের ক্ষেত্রে এই ক্ষমতা আরও ৫ শতাংশ কমে যায়। ৪৫-এর পর তা আরও ১ শতাংশ বা তার সামান্য বেশি কমে যায়।

  • 10/10

সিডিসি-র তথ্য অনুযায়ী, বিশ্বের অর্ধেকের বেশির মহিলা ৪০ বছরের পর থেকে প্রজনন সম্পর্কিত সমস্যার সম্মুখীন হন। এই বয়সে গর্ভধারণ করার সময় এমন অনেক সমস্যা থাকে যা মধ্য ত্রিশের মহিলাদের ক্ষেত্রেও হতে পারে। তবে বিশেষজ্ঞদের মতে, কখনও আশা হারাতে নেই।

Advertisement
Advertisement