Advertisement

লাইফস্টাইল

Best Kathi Roll: কলকাতার সেরা কাঠি রোল পাবেন এই ৮ জায়গায়

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Nov 2025,
  • Updated 1:56 PM IST
  • 1/10

একটু সস, পেঁয়াজ-শসা  ও লঙ্কাকুচি, লেবুর রস ও চাট মশলা দিয়ে এগ বা চিকেন রোলের স্বাদ অনবদ্য। 
 

  • 2/10

বিকেলের খিদের অনবদ্য খাবার হল একটা এগ রোল। যা খেলে পেট ও মন দুটোই ভরবে। 
 

  • 3/10

কলকাতার কিছু সেরা জায়গা রয়েছে, যেখানকার রোল বিখ্যাত। জেনে নিন সেগুলো কোথায়। 
 

  • 4/10

নিউ মার্কেটের নিজাম
বহু পুরনো এই দোকানের রোল সেরার সেরা। এখানে এলে চিকেন কাঠি রোল, এগ রোল এগুলো খেতে ভুলবেন না। 
 

  • 5/10

পার্ক স্ট্রীটের কুসুম রোল
এই চত্ত্বরের খুবই পরিচিত এক দোকান। এখানকার রোল খাননি এমন মানুষ খুবই কম। এখানে চিকেন, এগ, মাটন, পনির সব ধরনের রোল পাবেন। দুপুর থেকেই এই দোকানে দেখার মতো ভিড় থাকে। 
 

  • 6/10

গড়িয়াহাটের ক্যাম্পারি
বহু পুরনো প্রতিষ্ঠান দক্ষিণ কলকাতার। এখানে রোল ছাড়াও ফিসফ্রাই, কবিরাজি সহ নানান ধরনের ভাজা পাওয়া যায়। এখানকার তন্দুরি ফিস রোল বেশ বিখ্যাত। 
 

  • 7/10

গড়িহাটের নবাব
এই ছোট্ট রোলের দোকানে ভিড় দেখলে হাঁ হবেন। সাইজে ছোট রোলগুলি খেতেও খুব ভাল হয়। কাবাব দিয়ে রোল তৈরি হয়। চিকেন, মাটন ছাড়াও এখানে এগ রোলও পাওয়া যায়। 
 

  • 8/10

পার্ক স্ট্রীটের হট কাঠি রোল
পার্ক স্ট্রীটে এই রোলের দোকানেও বেশ ভিড় হয়ে থাকে। এখানে এলে অবশ্যই ক্লাসিক চিকেন রোল এবং মাটন রোল, ডাবল চিকেন কাঠি রোল খেতে ভুলবেন না। 
 

  • 9/10

লিন্ডসে স্ট্রীটের বাদশা
বাদশা রোল সেন্টার প্রাচীনতম জায়গাগুলির মধ্যে একটি। এখানকার মাটন বাদশাহি কাঠি কাবাব রোলের স্বাদ আহা। 
 

  • 10/10

নিউ আলিপুরের অনামিকা রোল সেন্টার
অনামিকা হল নিউ আলিপুরের ফুটপাতে অবস্থিত একটি ছোট নতুন যুগের দোকান। মেনু থেকে এর অসংখ্য পছন্দের মধ্যে, এমন কিছু আছে যা মিস করা যায় না। এখানকার এগ মাটন রোল অন্যতম। 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement