Advertisement

লাইফস্টাইল

Dandruff Remedies: খুসকি দূর করবেন কীভাবে? রইল মুক্তির সহজ উপায়

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Nov 2025,
  • Updated 7:39 PM IST
  • 1/10

খুসকির সমস্যায় অনেকেই জেরবার হন। অনেক চেষ্টাতেও মুক্তি মেলে না।

  • 2/10

সহজ কিছু নিয়ম মানলেই খুসকির সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

  • 3/10

সহজ কিছু নিয়ম মানলেই খুসকির সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। জেনে নিন

  • 4/10

মাথার ত্বক বা স্ক্যাল্পে লেবুর রস ম্যাসাজ করুন। এটি ত্বকের মৃত কোষ তুলতে সাহায্য করবে।

  • 5/10

লেবুর রস এক ঘণ্টা রাখার পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। কোনও সালফেট-হীন অ্যান্টি-ড্যানড্রাফ শ্যাম্পু ব্যবহার করবেন।

  • 6/10

মাথায় বারবার হাত দেবেন না। নখ দিয়ে চুলকানোর ফলে খুসকির সমস্যা বেড়ে যেতে পারে।

  • 7/10

সপ্তাহে দুই দিন এই রুটিন মেনে চলুন। এক মাসেই ফল পাবেন।

  • 8/10

তবে চিরতরে মুক্তি আশা করবেন না। নিয়মিত এই অভ্যাস বজায় রাখতে হবে।

  • 9/10

খুসকি বেশি থাকা অবস্থায় তেল দেবেন না। এতে চুলের সঙ্গে খুসকি আরও আটকে থাকবে।

  • 10/10

 

স্যালিসাইলিক অ্যাসিড আছে এমন শ্যাম্পু ব্যবহার করলে দ্রুত খুসকি থেকে মুক্তি পাবেন।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement