Advertisement

লাইফস্টাইল

Bengal Waiting For Hilsa: শ্রাবণে ফিরবে এ রাজ্যের ইলিশ ভাগ্য, অপেক্ষায় মৎস্যপ্রেমীরা

Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Jul 2022,
  • Updated 11:39 PM IST
  • 1/10

উত্তরবঙ্গ ভেসে গেলেও সেভাবে বৃষ্টি নেই দক্ষিণবঙ্গে। সঙ্গে নেই পূবালি হাওয়াও। আষাঢ় প্রায় শেষের পথে। ফলে এ মাসে আর বৃষ্টি হবে না ধরেই নেওয়া যাচ্ছে। মাছ শিকারিদের তাই মন খারাপ। তেমনভাবে ইলিশ কই? 

  • 2/10

কিন্তু ফি বছর এই সময় ইলিশের ঘনঘটা থাকে রাজ্যের সমুদ্র জুড়ে। এবার ইলিশ ধরতে যে ট্রলারগুলি সমুদ্রে পাড়ি দিয়েছিল, কার্যত খালি হাতেই ফিরে আসতে হচ্ছে তাদের।

  • 3/10

এ বছর কেন এমন হচ্ছে, তা পরিষ্কার বুঝে উঠতে পারছেন না মৎস্যজীবীরা। তাঁদের আশা, আষাঢ় পেরিয়ে শ্রাবণে বৃষ্টি বাড়বে, স্বাভাবিক বর্ষা ঢুকবে রাজ্যে। তখন হয়তো জালে ভালো ইলিশ ধরা পড়বে।

  • 4/10

এই সময় মায়ানমারের সমুদ্র ছেড়ে উজান বেয়ে দুই বাংলার মোহনা বেয়ে নদীতে ঢোকে ইলিশ। তবে ইলিশের আগমন নির্ভর করে নদী ও সমুদ্রের লবণের পরিমাণের উপর। সমুদ্র বিশেষজ্ঞদের মতে, নদী ও সমুদ্রে লবণের পরিমাণ যত কমবে, ততই মোহনার দিকে এগিয়ে আসবে ইলিশ। বৃষ্টি হলে লবণ কমতে থাকে।

  • 5/10

পাশাপাশি এর জন্য সমুদ্রে পূবালি বাতাস থাকাও জরুরি। এই বছর দক্ষিণবঙ্গে তেমন বৃষ্টি না হওয়ায় সমুদ্রের নোনাভাব কাটেনি । ফলে সমুদ্রের উপকূল সংলগ্ন এলাকায় ইলিশের ঝাঁকের দেখা মিলছে না ।

  • 6/10

কিন্তু পশ্চিমবঙ্গের নদীতে ইলিশ তেমন ধরা না পড়লেও বাংলাদেশের নদ-নদীতে অবশ্য এতটা খারাপ অবস্থা নয়। সেখানে ইলিশের মরশুম শুরু হয়ে গিয়েছে। প্রশ্ন উঠছে সেখানে ইলিশ ঢুকছে কীভাবে?

  • 7/10

বিশেষজ্ঞদের বক্তব্য, বাংলাদেশের নদ-নদীতে নোনাভাব খানিক কেটে যাওয়ায় বহু ইলিশ ঢুকেছে। কিন্তু বঙ্গোপসাগরের সঙ্গে যুক্ত থাকলেও হুগলি নদীতে ইলিশের দেখা নেই।

  • 8/10

তার কারণ, ওই নদীতে পলি জমতে শুরু করায় ঢোকার সময় বাধা পাচ্ছে ইলিশের ঝাঁক। এ ছাড়াও মাত্রাতিরিক্ত 'ফিশিং' একটা বড় কারণ বলেই মনে করছেন মৎস্যজীবীরা।

  • 9/10

তাঁদের দাবি, মাত্রাতিরিক্ত মাছ ধরায় অনেক সময় ওড়িশা উপকূলের দিকে চলে যায় ইলিশ। মৎস্য ব্যবসায়ীদের একাংশ মনে করছেন, ইলিশের আদর্শ পরিবেশ এখনও তৈরি হয়নি । বৃষ্টি পড়লে সমুদ্রে নোনাভাব কেটে যাবে। মিষ্টি জলে ইলিশ আসবে।

 

  • 10/10

হালকা বৃষ্টি ও পূবালি বাতাস ইলিশের আদর্শ পরিবেশ । আশা করছেন শ্রাবণেই বৃষ্টি হবে। পূর্বাভাসে যদিও কোনও সময় বলা হয়নি। তাই তাঁরা অপেক্ষা করে আছেন আবহাওয়া দফতরের দিকে।

Advertisement
Advertisement