Advertisement

লাইফস্টাইল

King Cobra Lifespan: একটি কিং কোবরা কত বছর বাঁচে? সাপ নিয়ে অজানা তথ্য

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Aug 2025,
  • Updated 8:18 PM IST
  • 1/9

ভয়ঙ্কর বিষধর সাপের মধ্যে অন্যতম, যার নাম শুনলেই ভয়ে কেঁপে ওঠেন অনেকেই। সেটি হল সাপের রাজা কিং কোবরা বা শঙ্খচূড়।  

  • 2/9

বিশ্বের সবচেয়ে বিষাক্ত সাপগুলির মধ্যে একটি হল এই কিং কোবরা। দেখতেই বিশালাকার। প্রায় ৮ থেকে ১০ মিলিমিটার লম্বা হয়। 

  • 3/9

 নাম কিং কোবরা কারণ, এরা কোবরা মারতে এবং খেতে পারে। তবে অনেকেরই অজানা এই ভয়াবহ সাপ কত বছর বাঁচে। 

  • 4/9

কিং কোবরা,  সবচেয়ে দীর্ঘতম বন্য ও বিষধর সাপ। ১০০ মিটার দূর থেকেও চলমান ব্যক্তির বিষয় টের পায় এরা।

  • 5/9

বন্য অঞ্চলে, কিং কোবরা ২০ থেকে ২৫ বছর বেঁচে থাকে। যদিও তাদের আয়ু নির্ভর করে শিকার, খাদ্যের সহজলভ্যতা এবং পরিবেশগত কারণে।

  • 6/9

সঠিক যত্ন পেলে কিং কোবরা আরও দীর্ঘ বছর বাঁচতে পারে। অনেক সময়ই ৩০ বছরের বেশিও আয়ু হয় এদের।

  • 7/9

বেঁচে থাকার জন্য, কিং কোবরা তাদের বিপাক প্রক্রিয়া ধীর করে, দীর্ঘ সময় ধরে খাবার ছাড়াই থাকতে পারে।

  • 8/9

এরা অত্যন্ত দক্ষ শিকারী, দূর থেকে শিকার দেখতে তাদের তীক্ষ্ণ দৃষ্টিশক্তি ব্যবহার করে।
 

  • 9/9

নিজেদের বাসার প্রতি খুবই যত্নশীল এবং সুরক্ষিত রাখে। সম্ভাব্য বিপদ থেকে ডিম রক্ষা করে।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement