Advertisement

লাইফস্টাইল

Tea Leaf Fertilizer: গাছের যত্নে চা পাতার সার দেন? সঠিক পরিমাণে না দিলে উল্টে ক্ষতি

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Sep 2025,
  • Updated 7:03 PM IST
  • 1/9

যারা বাড়িতে বাগান করেন তারা চা পাতা ছেঁকে গাছে সার হিসেবে ব্যবহার করেন।
 

  • 2/9

 চা পাতা থেকে তৈরি সারে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, ফসফরাস এবং ম্যাগনেসিয়াম থাকে, যা গাছের বৃদ্ধির জন্য অপরিহার্য।
 

  • 3/9

চা পাতার সার গাছের জন্য উপকারী বলা হয়। কিন্তু যদি এই সার ভুল সময়ে এবং ভুল পরিমাণে ব্যবহার করা হয়, তাহলে গাছ শুকিয়ে যেতে পারে।
 

  • 4/9

অতিরিক্ত নাইট্রোজেন গাছের বৃদ্ধি বন্ধ করে দিতে পারে, তাই চা পাতার সার সর্বদা একটি নির্দিষ্ট পরিমাণে ব্যবহার করা উচিত।
 

  • 5/9

৬-১০ ইঞ্চি গাছের জন্য, ৩০ দিনের ব্যবধানে ১-২ চা চামচ চা পাতার সার যথেষ্ট।
 

  • 6/9

 ১ ফুটের বেশি উচ্চতার গাছে, আপনি ৪০-৪৫ দিনের মধ্যে এক মুঠো সার যোগ করতে পারেন। 
 

  • 7/9

মনে রাখবেন সার দেওয়ার পর, জল যোগ করা উচিত যাতে সার মাটির সাথে ভাল ভাবে মিশে যায়।

  • 8/9

যেসব গাছ তিন মাসের মধ্যে প্রস্তুত হয়, তাদের জন্য একবার সার প্রয়োগই যথেষ্ট। 
 

  • 9/9

যেসব গাছ ৬ মাস বা তার বেশি সময় ধরে তৈরি হতে পারে, তাদের ক্ষেত্রে প্রতি মাসে সার প্রয়োগ করা যেতে পারে।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement