বরফে মোড়া পাহাড়, নয়নাভিরাম লেক কিংবা রোমান্টিক রংবেরঙের রাস্তা দেখলেই ইউরোপের দেশগুলির কথা মাথায় আসে। ক্যালেন্ডারের মতো পিকচার পারফেক্ট সেই সব ছবি দেখলেই বেড়ানোর ইচ্ছে জাগে। অথচ পকেটে টান। তখন বিদেশ ঘোরার স্বপ্ন অধরাই থেকে যায়।
ভিসা, বিমান খরচেরব ঝক্কি সামলে মধ্যবিত্তের কাছে ইউরোপ যাওয়ার স্বপ্নপূরণ খুব একটা সহজ নয়। কিন্তু কেউ যদি বলে আপনি বাজেটের মধ্যেই ইউরোপের মতো শহর ঘুরতে পারবেন, বিশ্বাস হচ্ছে না তো?
এই দেশেই এমন অনেক জায়গা আছে যেখানে পৌঁছনোর পর আপনার মনে হবে যেন ইউরোপের কোনও দেশে পৌঁছে গিয়েছেন। ভারতে এমন ৫ বিশেষ ট্যুরিস্ট স্পট রয়েছে যা টেক্কা দিতে পারে সুইৎজারল্যান্ড, ভেসিন, প্যারিসকেও।
আপনি যদি সুইৎজারল্যান্ডের বরফে ঢাকা পাহাড়ে যাওয়ার স্বপ্ন দেখে থাকেন তাহলে জম্মু-কাশ্মীর এবং হিমাচলও আপনার কাছে স্বর্গরাজ্য হবে।
গুলমার্গের তুষারাবৃত ভ্যালি বা খাজ্জিয়ার এবং তীর্থন উপত্যকা সবুজে ঘেরা। এখানকার দৃশ্য সত্যিই মনোগ্রাহী। গরম কফি হাতে হোটেলের রুম থেকে এখানকাল স্নোফল উপভোগ করা প্রকৃত অর্থেই সুইৎজারল্যান্ডের মতো অনুভব করাবে আপনাকে। স্কিইং করতে পারেন এখানেও।
রোমান্টিক ট্রিপ মানেই সর্বদা প্যারিস হতে হবে তেমনটা নয়। ভারতের উদয়পুরকেও বলা হয় প্রেমের শহর। হ্রদের মাঝে অবস্থিত প্রাসাদ, সূর্যাস্ত দেখার অনুভূতি আর রাতের আবছা আলোয় শহরের সৌন্দর্য অন্য মায়াবী জগতে নিয়ে যাবে আপনাকে।
পিচালো হ্রদে নৌকো ভ্রমণের অনুভূতি যেন সময়কে সেই মুহূর্তে থমকে দেয়। পার্টনারের সঙ্গে একান্তে সময় কাটাতে কম খরচে ঘুরে আসুন উদয়পুর থেকে।
ভেনিসের লেক পর্যটকদের কাছে বিখ্যাত। কিন্তু কেরলের অ্যালেপ্পিও কম নয়। ব্যাকওয়াটার, হাউসবোটে থাকা এক অনন্য অভিজ্ঞতা। জলের মধ্যে দিয়ে নৌকাবিহার, তীরে সারিবদ্ধ নারকেল গাছ এবং ছোট ছোট গ্রামগুলিকে দূর থেকে দেখার মধ্যে রয়েছে এক নিঁখুত শান্তি। কেরলের তাজা খাবার এই ভ্রমণকে আরও স্মরণীয় করে রাখে।
যদি স্কটল্যান্ডের সবুজ ও শান্ত পরিবেশ দেখে ভাল লেগে থাকে, তাহলে কর্নাটকের কুর্গ আপনার অবশ্যই ভাল লাগবে। কুয়াশাচ্ছন্ন সকাল, সবুজ কফি বাগান এবং সবুজের সমারোহ এই অঞ্চলের বৈশিষ্ট্য। মানুষ প্রায়শই মোবাইল ফোনের ব্যস্ততা দূরে সরিয়ে রেখে নিরিবিলিতে সময় কাটাতে চান। তাহলে তাদের জন্য এই এলাকা যথাযথ।
যদি গ্রিসের নীল-সাদা ভবন এবং সমুদ্রতীরবর্তী ক্যাফে আপনাকে মোহিত করে থাকে তবে অবশ্যই পণ্ডিচেরি ঘুরে আসুন। এর পাথরের তৈরি রাস্তা, রঙিন বাড়ি এবং শান্ত সৈকত আপনাকে ভিন্ন জগতে নিয়ে যাবে। একটি ফরাসি ধাঁচে তৈরি ক্যাফেতে বসে কফির পেয়ালায় চুমুক দিয়ে সমুদ্র উপভোগ করা ইউরোপের চেয়ে কম কিছু অনুভব করাবে না।