Advertisement

লাইফস্টাইল

PHOTOS: রাজ্যে মৃত্যু বাড়ছে বজ্রাঘাতে , এর থেকে বাঁচতে কী করবেন?

সৌমেন কর্মকার
  • 16 Jun 2021,
  • Updated 5:27 PM IST
  • 1/7

পশ্চিমবঙ্গে বাড়ছে বজ্রাঘাতে মৃতের সংখ্যা। চলতি মাসের ৮ তারিখ বজ্রাঘাতে প্রাণ হারিয়েছেন ২৬ জন। আবহাওয়াবিদদের মতে, বজ্রপাতের প্রধান কারণ হল কিউমুলোনিম্বাস মেঘ। এই মেঘ তৈরি হওয়ার নেপথ্যে রয়েছে  বাতাসে জলীয় বাষ্পের আধিক্য, তাপমাত্রা বেড়ে যাওয়া ও দূষণ। বজ্রাঘাতের হাত থেকে বাঁচতে কী কী করা উচিত? 

  • 2/7

বজ্রাঘাত থেকে বাঁচতে সেসময় বাড়িতেই থাকুন। জরুরি প্রয়োজনে বাড়ির বাইরে গেলে রাবারের জুতা পরুন। বাজ পড়ার সময় দালান বা কংক্রিটের কোনও জায়গার নিচে আশ্রয় নিন। টিনের ঘর বা চালা এড়িয়ে চলুন। এতে বিপদের সম্ভাবনা বাড়ে। 

  • 3/7

খোলা স্থানে একসঙ্গে অনেকজন থাকলে একে অপরের সঙ্গে দূরত্ব বজায় রাখুন। লোহার কোনও জিনিস, রেলিং, বিদ্যুতের তার থেকে দূরে থাকুন। 

  • 4/7

নৌকায় থাকলে দ্রুত তীরে ফেরার চেষ্টা করুন। না হলে নৌকার ছাউনির নিচে থাকুন। 
 

  • 5/7

চলমান গাড়িতে থাকলে গাড়িটি একজায়গায় দাঁড় করিয়ে রাখুন। হ্যান্ডের বা ওই জাতীয় ধাতব জিনিসে হাত দেবেন না। 

  • 6/7

বাড়িতে টিভি, ফ্রিজ, এসি বজ্রপাতের সময় বন্ধ রাখুন। মোবাইল টাওয়ার এড়িয়ে চলুন। কোনওভাবেই টাওয়ারের আশপাশে দাঁড়াবেন না। 

  • 7/7

 বজ্রপাতের সময় ছাতা ও ফোন ব্যবহার থেকে বিরত থাকুন। ধাতব ছাতা ব্যবহার করবেন না। বাড়ির সমস্ত প্লাগ পয়েন্ট খুলে দিন। 

Advertisement
Advertisement