টলিপাড়ার ইশা বরাবরই সকলের চেয়ে আলাদা স্টাইল বজায় রাখেন। তাঁর কাছে ফ্যাশনের অর্থ এলিগ্যান্ট, যা ইশাকে দারুণভাবে মানিয়ে যায়। শাড়ি থেকে শুরু করে খোলামেলা পোশাক, সবেতেই তাঁর স্টাইল তাঁকে অন্যদের চেয়ে আলাদা রাখে।
সামনেই তো বড়দিন আর একটু ক্যাজুয়াল ভাবে সাজতে চাইলে এরকম লাল রঙের সোয়েটার আর জিন্স পরতেই পারেন ইশার মতো। এতে সারাদিন কমফোর্ট থাকবেন সঙ্গে স্টাইলও বজায় থাকবে। বড়দিনে এরকম লাল সোয়েটার একেবারে জবরদস্ত স্টাইল হতে পারে।
ইশার মতো এরকম কালো সোয়েটার ও লাল রঙের মাফলার স্টাইল করে নিলেও ভাল লাগবে। এর সঙ্গে গ্রে রঙের স্কার্ট বা ফর্ম্যাল প্যান্টও মানিয়ে যাবে। হালকা মেকআপ আর বান করা চুলে আপনি হবেন সকলের চেয়ে আলাদা।
শীতকাল মানেই বিয়েবাড়ি, অনুষ্ঠান বাড়ির নেমন্তন্ন তো লেগেই আছে। আর সন্ধের সময় এরকম সুন্দর শাড়ি ও হালকা গয়নায় নিজেকে সাজিয়ে তুলতে পারেন। এখন হালকা মেকআপের ট্রেন্ড তাই ইশার মতো মেকআপ করে অনুষ্ঠান বাড়িতে আপনি হয়ে উঠুন সেরার সেরা।
শীতকালে ঘরোয়া পার্টি বা বন্ধু-বান্ধবদের সঙ্গে আড্ডা তো হয়েই থাকে। আর সেই সময় ইশার মতো এরকম এক রঙের শাড়ি, যেটা তিনি আকাশি নীল রঙের টপের সঙ্গে পরেছেন, এ ধরনের স্টাইল ভীষণভাবে ইন এখন।
আপনি যদি কর্মরত হন তাহলে অফিস পিকনিক বা কর্পোরেট পার্টিতে যেতেই হয়। আর এই সময় অনেক অফিসে বড়দিনের পার্টিও রাখে। তাই সেইসব জায়গায় ঢোলা ডেনিম. সঙ্গে ইন করে সাদা রঙের টপ আর ওপরে বিস্কুট রঙের ব্লেজার পরতেই পারেন। এতে আপনার ব্যক্তিত্ব আকর্ষণীয় হয়ে উঠবে।
এখন তো জাঁকিয়ে শীত পরেছে, তাই বন্ধুদের সঙ্গে আড্ডা বা সকাল-দুপুরের দিকে কোনও প্ল্যান থাকলে ইশার মতো এরকম সোয়েটার টপ ও ফম্যাল প্যান্টে স্টাইল করতে পারেন।
ওয়েস্টার্ন পোশাক ছেড়ে যদি ইন্ডিয়ান কিছু পরতে চান তাহলে ইশার মতো এ ধরনের থ্রি পিস পরতে পারেন। এগুলো বেশ কমফর্টেবল ও স্টাইলিস্টও। হালকা শাল বা স্টোল নিতে পারেন এর ওপর।
ইশার এই ধরনের পোশাক আপনি সকালে বা রাতে যে কোনও সময় পরতে পারেন। যে কোনও পার্টি বা অনুষ্ঠানেই এই পোশাকে আপনাকে ভিড়ের মধ্যেও আলাদা করবে।
নতুন বছরের উদযাপন বা New Year Eve-র পার্টিতে আপনি এরকম লার রঙের অফ শোল্ডার ড্রেস পরলে আপনার থেকে চোখ সরবে না। সঙ্গে গলায় থাক মুক্তোর চিক বা একটা পাতলা চেইন। এখন অনেক ফ্যাশনেবল শীতের পোশাক বেরিয়ে গেছে, যেটা এই ড্রেসের সঙ্গে নিতে পারেন কিংবা সঙ্গে একটা ডেনিম জ্যাকেট রেখে দেবেন, ঠান্ডা লাগলে সেটা পরে নেবেন।