ঘুমোনোর সময়ে স্বামীর এই কাজে কার্যত হুঁশ উড়েছে স্ত্রীর। বিপাকে পড়ে সোশ্যাল মিডিয়ার সাহায্য চেয়েছেন তিনি। কোনও নেটিজেন যদি তাঁকে সাহায্য করেন তাহলে খুব উপকৃত হবেন বলে জানিয়েছেন ওই মহিলা। (সব ছবি প্রতীকী)
মহিলা জানান, তাঁর স্বামী একজন বেসরকারি কর্মী। বেশিরভাগ সময়েই ভোর বেলায় কিংবা রাতে শিফট থাকে।
কিন্তু, বিপত্তি শুরু হয় ঘুমাতে যাওয়ার সময়ে। মহিলার দাবি, তাঁর স্বামী ঘুম থেকে ওঠার কয়েক ঘণ্টা আগেই অ্যালার্ম সেট করে দেন।
অর্থাৎ ওই ব্যক্তির যদি ভোর ৫টায় ডিউটি থাকে। তাহলে তিনি তার কয়েক ঘণ্টা আগেই অ্যালার্ম সেট করে দেন।
সেই অ্যালার্ম প্রতি ৫ মিনিট অন্তর বাজতে থাকে। অর্থাৎ মাঝ রাতেই প্রতি ৫ মিনিটর অন্তর অ্যালার্ম বাজতে থাকে।
এতে ওই মহিলা জানান, তাঁর আর স্বাভাবিক ঘুম বলে কিছু নেই। বারবার স্বামী বলার পরেই এই সমস্যা মেটেনি।
মহিলার স্বামী জানিয়েছেন, তিনি যদি অ্যালার্ম ওভাবে না রাখেন তাহলে সঠিক সময়ে অফিস যেতে পারবেন না।
মহিলার দাবি, শুধু তিনি নন, পাশের ঘরে থাকা শিশুরাও ঘুমাতে পারছেন না। কিন্তু স্বামীর কোনও ভ্রুক্ষেপ নেই।
এখন উপায় না পেয়ে সোশ্যাল মিডিয়ার সাহায্য চেয়েছেন ওই মহিলা। কী করণীয়, সেটাই তিনি জানতে চাইছেন।