
নারী-পুরুষ মাত্রই ভালোবাসার সম্পর্কে জড়াবেন। একটু মেলামেশা করবেন। এটাই তো নিয়ম। এটাই চিরন্তন কাল থেকে চলে এসেছে।
তবে মুশকিল হল, কিছু পুরুষ হাজার চেষ্টা করার পরও মহিলাদের সান্নিধ্য পান না। অন্যদিকে কিছু পুরুষ এমনিতেই মহিলাদের অকর্ষণের কেন্দ্রে থাকেন। তাদের আলাদা করে কিছু করতে হয় না। আর সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, এমনটা হওয়ার পিছনে রয়েছে ওই নির্দিষ্ট পুরুষের কিছু গুণ রয়েছে। তাই মহিলারা তাদের আশপাশে থাকতে চান।
তাই আর সময় নষ্ট না করে সেই সব গুণ সম্পর্কে জেনে নিন। এগুলি আয়ত্ত করে নিলেই খেলা ঘুরে যাবে। আপনার সঙ্গেও মেলামেশা করতে চাইবেন মহিলারা।
সেরা ড্রেসিং সেন্স
মাথায় রাখবেন, পেহলে দর্শনধারী, ফির গুণবিচারি। আর এই কথাটা সম্পর্কের ক্ষেত্রেও সত্যি। এক্ষেত্রে যেই সব পুরুষের ড্রেসিং সেন্স ভাল, তাদের পিছনেই থাকে মহিলারা। তাদের সঙ্গে মেলামেশাতেই তারা আগ্রহ দেখান। তাই আজ থেকেই নিজের ড্রেসিং সেন্স বাড়ানোর চেষ্টা করুন। প্রয়োজনে ফলো করুন সেলেবদের। তাহলেই কাজ হবে।
দারুণ কথা বলা
কথা যারা ভাল বলতে পারেন, তাদের প্রতি সকলেরই আলাদা করে নজর যায়। তাদের কথার ভাঁজে মন দেয় অনেক মহিলা। মেলামেশা শুরু হয়। তাই এখন থেকেই নিজের কমিউনিকেশন স্কিল বাড়িয়ে নিন। তাহলেই কাজ হবে। মহিলারা আপনার দিকে আকৃষ্ট হবেন।
নেতৃত্ব দেওয়ার ক্ষমতা
মহিলারা এমন পুরুষের সঙ্গে থাকতে চান, যাদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে। তাই নিজের মধ্যে অবশ্যই এই গুণটা তৈরি করার চেষ্টা করুন। তাহলেই দেখবেন পছন্দের মহিলা আপনাকে চোখে হারবে। আপনি ভালবাসার নদীতে ভেসে যেতে পারবেন।
সম্মান দিতে জানা
অনেকেই মহিলাদের সম্মান দেন না। আর এই ভুলটা করেন বলেই বিপদ বাড়ে। তারা নিজেরাও সম্মান পান না। এমনকী মহিলারা তাদের এড়িয়ে চলেন। অন্যদিকে আপনি যদি নারীদের সম্মান দিতে পারেন, তাহলে খেলা ঘুরে যাবে। তারা আপনার দিকে আকৃষ্ট হবেন। আর এটাই আপনার জয়।
কমিটমেন্ট রাখা
এখন থেকে নিজের কমিটমেন্ট পূরণ করতে হবে। এই কাজটা করলেই কাজ হবে। মহিলারা আপনার উপর ভরসা করতে পারবেন। তিনি বুঝতে পারবেন আপনি কথা রাখার মানুষ। আর এটাই আপনাকে সম্পর্কে যেতে সাহায্য করবে।
তাই মহিলাদের মন চাইলে এই কয়েকটি গুণ এখনই নিজের মধ্যে ভরে নিন।