Advertisement

Girls After Breakup: ব্রেকআপের পর অধিকাংশ মহিলারা যে ৬ কাজ বেশি করেন, মিলিয়ে নিন

Girls After Breakup: অধিকাংশ ক্ষেত্রেই দেখা গিয়েছে যে, মহিলাদের ক্ষেত্রে ব্রেকআপের যন্ত্রণা বা পুরনো সম্পরর্কের রেশ কাটিয়ে উঠতে ছেলেদের চেয়ে অনেক বেশি সময় লাগে। চলুন জেনে নেওয়া যাক, ব্রেকআপের পর যন্ত্রণা ভুলতে মহিলারা ঠিক কী কী করেনন...

ব্রেকআপের পর অধিকাংশ মহিলারা যে ৬ কাজ বেশি করেন, মিলিয়ে নিন।ব্রেকআপের পর অধিকাংশ মহিলারা যে ৬ কাজ বেশি করেন, মিলিয়ে নিন।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Jul 2023,
  • अपडेटेड 10:32 PM IST
  • অধিকাংশ ক্ষেত্রেই দেখা গিয়েছে যে, মহিলাদের ক্ষেত্রে ব্রেকআপের যন্ত্রণা বা পুরনো সম্পরর্কের রেশ কাটিয়ে উঠতে ছেলেদের চেয়ে অনেক বেশি সময় লাগে।
  • পুরনো সম্পর্ক বেরিয়ে আসাটা অনেকের পক্ষেই কঠিন হয়ে দাঁড়ায়।

Girls After Breakup: সম্পর্কে ভাঙন, বিচ্ছেদ সব সময়ই অত্যন্ত দুঃখজনক! ব্রেকআপের পরেও অধিকাংশ ক্ষেত্রে পুরনো সম্পর্কের রেশ থেকেই যায়। অনেক ক্ষেত্রে পুরনো সম্পর্ক বেরিয়ে আসাটা অনেকের পক্ষেই কঠিন হয়ে দাঁড়ায়। অধিকাংশ ক্ষেত্রেই দেখা গিয়েছে যে, মহিলাদের ক্ষেত্রে ব্রেকআপের যন্ত্রণা বা পুরনো সম্পরর্কের রেশ কাটিয়ে উঠতে ছেলেদের চেয়ে অনেক বেশি সময় লাগে। চলুন জেনে নেওয়া যাক, ব্রেকআপের পর যন্ত্রণা ভুলতে মহিলারা ঠিক কী কী করেন...

ব্রেকআপের পরেই মহিলারা সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি থেকে প্রাক্তনকে ব্লক করেন দেন। কিন্তু কিছুদিন পরেই আবার আনব্লক করেন প্রাক্তনের সম্পর্কে খুঁটিনাটি খবরাখবর নিতে থাকেন। আসলে, অধিকাংশ মহিলাই জানতে চান যে, ব্রেকআপের পর তাঁর প্রাক্তন কেমন আছেন বা তিনিও ঠিক ততটা কষ্টে আছেন কিনা যতটা তিনি পাচ্ছেন!

ব্রেকআপের পরে অধিকাংশ মহিলাই সোশ্যাল মিডিয়ায় খুব সক্রিয় হয়ে ওঠেন। আসলে এ ক্ষেত্রে তাঁরা তাঁদের প্রাক্তন সঙ্গীকে দেখাতে চান যে সিঙ্গেল হয়েও তিনি এখন কতটা খুশি আছেন।

ব্রেকআপের পরও অধিকাংশ মহিলারাই জানার চেষ্টা করেন যে, তাঁর প্রাক্তন বর্তমানে কী করছেন বা নতুন করে কারও সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন কিনা। এছাড়াও, মহিলারা তার প্রাক্তনের বন্ধুবান্ধবদের সাহায্যে সঙ্গীর সম্পর্কে নানা তথ্য সংগ্রহ করার চেষ্টা করেন থাকেন।

ব্রেকআপের দুঃখ ভুলতে অধিকাংশ মহিলাই শপিংয়ে ব্যস্ত রাখেন নিজেদের। মানসিক চাপ কমাতে এই কাজ তাঁরা করেন থাকেন। 

ব্রেকআপের পরে অধিকাংশ মহিলাই পার্টিতে যেতে শুরু করেন। দুঃখ ভুলতে নতুন কারও সঙ্গে আলাপ বা ফ্লার্ট করাও শুরু করেন অনেকে। কেউ আবার ঘন ঘন উইক এন্ড ট্যুর প্ল্যান করেন এবং নিজের নানা ছবি সোশ্যাল মিডিয়ায় দিতে থাকেন। অনেকেই এই সব করেন থাকেন তাঁর প্রাক্তন সঙ্গীকে জেলাস ফিল করাতে।

কিছু সম্পর্কে এমনও হয় যে, ব্রেকআপের অনেক বছর পরেও মহিলারা তার যন্ত্রণা থেকে কিছুতেই বেরিয়ে আসতে পারেন না। প্রাক্তনের সঙ্গে কাটানো মনের মতো মূহুর্তগুলি সর্বক্ষণ মনে করতে থাকেন। তাই, তাঁরা মানসিক শান্তির জন্য তখন ঘনিষ্ঠ বন্ধুদের সাহায্য নেন।

Advertisement
Read more!
Advertisement
Advertisement