রাখি পূর্ণিমা এলেই ভাই, দাদা, বোন বা দিদিকে কী গিফট দেওয়া যায় তা নিয়ে বেশ চিন্তায় থাকতে হয়। মূলত বোন-দিদিরা তাদের ভাইদের সুরক্ষার কথা মাথায় রেখে হাতে রাখি বাঁধেন। তার শুধু ভাই-বোনের মধ্যে এই উৎসর সীমাবদ্ধ নেই। যে কোনও ব্যক্তির মঙ্গল কামনায় তাদের হাতে রাখি বাঁধা যায়। গোটা ভারত জুডে উদযাপন হয় এই সম্প্রীতির উৎসব।
এ বছর রাখি পূর্ণিমা শনিবার ৯ আগস্ট। হাতে খুব বেশি সময়ও নেই। এখনও পর্যন্ত রাখি রন্ধন উৎসব উপলক্ষে বিশেষ উপহার না কিনে থাকাল, এক নজরে দেখে নিন সহজে কী অভিনব উপহার দিতে পারেন আদরের ভাই-বোনকে।
স্মার্ট ওয়াচ (Smart Watch)
যারা গ্যাজেট ভালোবাসেন, তাঁদের জন্য স্মার্ট ওয়াচ খুব ভাল উপহার। প্রয়োজন ছাড়া এটা বর্তমানে ফ্যাশন অ্যাক্সেসরি হিস্যারও বাবহার করা হয়।
ডিজাইনার গয়না (Designer Jewellery)
সাজতে আলাবাসেন না এরকম মেয়ে খুব কমই আছে। তোই আদরের বোন-দিদিকে দিতে পারেন কোনও ট্রেন্ডি বা ডিজাইনার গয়না। নিঃসন্দেহে তাঁর পছন্দ হবে।
কিট ব্যাগ (Kit Bag)
ছেলে-মোয় নির্বিশেষে সকলের প্রয়োজন হয় ট্রান্ডেল কিট ব্যাগ রাজারে কিংবা অনলাইনে নিত্যনতুন রকমারি এই ধরণের ব্যাগ এখন পাওয়া যায়। যেখানে প্রয়োজনীয় এবং পছন্দসই জিনিস আপনি সহজেই গুছিয়ে রাখতে পারেন। এই জিনিসটি যেমন হবে কাজের, তেমনই সব সময় কাছে থাকার এই উপহার।
কেক বেক করুন (Bake A Cake)
রাখি বন্ধনে সারপ্রাইজ দিতে বানাতে পারেন ভাই রা জেনের পদ্মান্দর ফ্রেবারের কেরু। অতিমারী পরিস্থিতিতে বাইরের থোক জিনিষ কম আনাই ভাল। তাই রাড়িতে কেক বেক করলে সেটি কম ক্ষতিকারক হবে।
বাড়িতে তৈরি চকোলেট (Homemade Chocolate)
শুভ দিন ম্যানই মিষ্টিমুখ। আর বিশেষ দিনগুলি চকোলেট ছাড়া যেন ভাবাই যায় না। তাছাড়া চকলেট পছন্দ করেন না, এরকম মানুষ খুবই বিরল। তাই এই বম্বারর রাখি বন্ধনে বাজার চলতি খুব খুব সাধারণ কোনও চকোলেট না কিনে, আদতের ভাই-বোনাক উপহার দিন বাড়িতে তৈরি চাকালেট। বিভিন্ন অ্যাপের মাধামে একটু খোঁজ করাল আপনি সহজেই পেয়ে যাবেন। এটি যেমন স্বাদে অতুলনীয় হয়, তেমনি স্বাস্থ্যের ক্ষয়ক্ষতির সম্ভাবনাও কম।
পোষ্য (Pet)
আপনার বাজেট ঘদি একটু বেশি হয়, আর আপনারা যদি পশুপ্রেমী হন, তাহাল এই উপহার সেরা হতে পারে। আদরের কুকুর, বিড়াল কিংবা অনা কোনও ছানা আপনার উপহার দিন। এতে যেমন তাঁর জন ভালো থাকবে, তেমনই আপনাদের ভালোবাসায় বাড়ার গভীরতা।
হেডফোন (Headphone)
যদি আপনার ভাই কিংবা বোন গান শুনতে ভালোবাসেন, তাহলে তাঁকে দিতে পারেন ব্লুটুথ কিংবা স্মার্ট হেডফোন। গান শোনা ছাড়াও এটা এমন একটা জিনিস যা, সব সময় কাজে লাগে।
গাছ (Plant)
একঘেয়ে জিনিসের থেকে বেড়িয়ে, এই রাখি বন্ধনে আপনার ভাই বা বোনের হাতে তুলে দিন গাছের চারা। সৌভাগ্য বয়ে নিয়ে আসে এরকম বিশেষ কোনও গাছ যেমন জানি প্ল্যান্ট, চাইনিজ ব্যাম্বু ও আরও নানাবিধ ছোট গাছ উপহারের কোনও বিকল্প নেই। সেই গাছের টবও বেছে নিতে পারেন সুন্দর কোনও ডিজাইনের।