Advertisement

Study on Dates: ফ্রি-তে শুধু ভাল-মন্দ খেতেই ৩৩% মহিলা ডেটিংয়ে যান; দাবি সমীক্ষায়

Study on Dates: ডেটে যাওয়ার কথা মাথায় এলে আগেই একটা ভাল হোটেল বা রেস্তোরাঁর কথা ভাবতে হয়। স্রেফ ফ্রি-তে ভাল-মন্দ খাবেন বলেই নাকি ডেটিংয়ে চলে যান প্রায় এক তৃতীয়াংশ মহিলা! অবিশ্বাস্য বা অদ্ভুত মনে হলেও এমনই বিচিত্র তথ্য মিলেছিল বছর চারেক আগের একটি সমীক্ষায়।

ফ্রি-তে শুধু ভাল-মন্দ খেতেই ৩৩% মহিলা ডেটিংয়ে যান; দাবি সমীক্ষায়।ফ্রি-তে শুধু ভাল-মন্দ খেতেই ৩৩% মহিলা ডেটিংয়ে যান; দাবি সমীক্ষায়।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Jul 2023,
  • अपडेटेड 6:08 PM IST
  • ডেটে যাওয়ার কথা মাথায় এলে আগেই একটা ভাল হোটেল বা রেস্তোরাঁর কথা ভাবতে হয়।
  • স্রেফ ফ্রি-তে ভাল-মন্দ খাবেন বলে ডেটিংয়ে চলে যান প্রায় এক তৃতীয়াংশ মহিলা!

Study on Dates: ডেটে যাওয়ার কথা মাথায় এলে আগেই একটা ভাল হোটেল বা রেস্তোরাঁর কথা ভাবতে হয়। কোনও ভাল রেস্তোরাঁর সাজানো পরিবেশে রসনার তৃপ্তির পাশাপাশি মনের কথাটাও সেরে ফেলা যায়। রেস্তোরাঁর সুন্দর সাজানো পরিবেশ আর দুর্দান্ত স্বাদের খাবারে মন ভাল হয়ে গেলে অনায়াসেই তখন মনের কথাগুলিও ঝটপট সেরে ফেলা যায়। অধিকাংশ পুরুষ অন্তত এমনটাই মনে করেন। আর পুরুষের এই ধারণারই সুযোগ নিয়ে স্রেফ ফ্রি-তে ভাল-মন্দ খাবেন বলেই নাকি ডেটিংয়ে চলে যান প্রায় এক তৃতীয়াংশ মহিলা! অবিশ্বাস্য বা অদ্ভুত মনে হলেও এমনই বিচিত্র তথ্য মিলেছিল বছর চারেক আগের একটি সমীক্ষায়।

সোসাইটি ফর পারসোনালিটি এন্ড সোশ্যাল সাইকোলজি (Society for Personality and Social Psychology) নামের একটি পত্রিকায় প্রকাশিত ওই সমীক্ষায় সাড়ে তিনশো জনেরও (৩৫৭ জন) বেশি মহিলাদের মতামতের ভিত্তিতে ওই রিপোর্ট সে সময় প্রকাশ করা হয়েছিল।

এই সমীক্ষাটি চলিয়েছিলেন আমেরিকার ক্যালিফোর্নিয়ায় অবস্থিত অ্যাজুসা প্যাসিফিক ইউনিভার্সিটির (Azusa Pacific University) একদল গবেষক। এই সমীক্ষায় ১৮ বছর থেকে ৪৮ বছর বয়সী মোট ৩৫৭ জন মহিলার মতামত নেওয়া হয়েছিল। তাঁদের মতামতের ভিত্তিতেই দেখা গিয়েছে তাদের মধ্যে অন্তত ৩৩ শতাংশ মহিলা শুধুমাত্র ফ্রি-তে ভাল ভাল খাবার খেতেই ডেটিংয়ে চলে যান বা ডেটে যেতে রাজি হয়ে যান! এই ধরনের ডেটিংকে ‘ফুডি কল’ বলে উল্লেখ করেছেন মার্কিন গবেষকরা।

এই সমীক্ষার রিপোর্ট বলছে, ডেটিংয়ের ছলনায় এই ‘ফুডি কল’ আসলে বিনা পয়সায় পছন্দসই খাবার খাওয়ার এক অদম্য আকর্ষণ। এর টানেই বিশ্বের প্রায় ৩৩ শতাংশ মহিলা ডেটে যান বা যেতে রাজি হয়ে যান! এই কারণেই বেশির ভাগ ডেটিংয়েই ব্যর্থতার সম্মুখীন হতে হয় ছেলেদের। তবুও পছন্দের মহিলাটির মন জয় করার চেষ্টায় এখনও অনেক ছেলেই একাধিকবার ডিনার ডেটে গিয়ে গ্যাটের কড়ি হালকা করে আসেন।

তবে সব লাঞ্চ বা ডিনার ডেটই যে ‘মাঠে মারা যায়’, তা কিন্তু নয়! কিছু কিছু ক্ষেত্রে সাফল্য পান পুরুষরা। এই সমীক্ষার রিপোর্ট সামনে আসার পর নামী রেস্তোরাঁর দামি পদে পছন্দের মহিলার মন পাওয়ার চেষ্টা করার আগে অন্তত একবার নিশ্চয়ই ভাববেন পুরুষরা। এমনটাই মনে করছেন মার্কিন গবেষকরা।

Advertisement
Read more!
Advertisement
Advertisement