Advertisement

Father's Day 2022: বাবার সঙ্গে সম্পর্ক মজবুত করার সহজ টিপস

Father's Day 2022 : যদি আপনি চান যে আপনার মায়ের মত বাবার সঙ্গে আপনার বন্ডিং মজবুত থাকবে, তাহলে কিছু সহজ উপায় পালন করুন। বাবাই হবে আপনার মাথার উপরের ছাদ। পরখ করেই দেখুন...

বাবার সঙ্গে কেমন হবে সম্পর্ক? কীভাবে করবেন বন্ডিং স্ট্রং?
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 18 Jun 2022,
  • अपडेटेड 9:14 PM IST
  • Father's Day 2022
  • : বাবার সঙ্গে সম্পর্ক মজবুত করা সহজ
  • শুধু মাথায় রাখুন এই সহজ উপায়

প্রত্যেকের জীবনেই বাবার একটা ভালো জায়গা থাকে বাবাই প্রথম আমাদের সঠিক পথে জীবনে চলার পথ দেখান যার সাথে আপনার বন্ডিং স্ট্রং থাকলে আপনার জীবনে অনেক সমস্যা খুব সহজ হয়ে যায় তিনি তার অভিজ্ঞতা প্রতিপত্তি এবং জ্ঞান দিয়ে আপনাকে সঠিক দিশা দেখাতে পারবেন বিদেশে লোকেরা বাচ্চাদের সঙ্গে নিজেদের ভাবনাচিন্তা ব্যক্ত করেন নিজেদের আইডিয়া শেয়ার করেন কিন্তু ভারতীয়রা এ বিষয়ে একটু অন্যরকম চিন্তাভাবনা করেন তারা বাচ্চাদের সঙ্গে নিজেদের দুশ্চিন্তা বা পারিবারিক চিন্তাভাবনা খুব একটা শেয়ার পড়তে পছন্দ করেন না এমনকি তারা যে বাচ্চাকে কতটা ভালবাসেন সেটা সেটাও জাহির করতে জানেন না এই কারণে অনেক সময় ভুল বোঝাবুঝি এবং দূরত্ব তৈরি হয় দীর্ঘদিনের এই অভ্যাস একটা সময় পর দীর্ঘকালীন দূরত্বে পরিণত হয়


যদি আপনি চান যে আপনার মায়ের মত বাবার সঙ্গে আপনার বন্ডিং মজবুত থাকবে তাহলে আপনারা একজন আরেকজনের সঙ্গে বিনা দ্বিধায় নিজের মনের কথা শেয়ার করতে শুরু করুন তাহলে এই টিপস আপনার অনেক কাজে আসবে


কমন ইন্টারেস্টিং কথা বলুন স্পোর্টস অথবা রাজনীতি যেকোনো বিষয়ে যেখানে দুজনের ইন্টারেস্ট আছে সেই নিয়ে চর্চা শুরু করুন দুজনেই একই টপিকে মাধ্যমে কানেক্ট হতে পারবেন


একজন আরেকজনের জন্য সময় বের করুন আপনি ব্যস্ত থাকেন জরুরী নয় সপ্তাহে অন্তত একদিন সময় বের করে পাশে বসে গল্প করুন বিভিন্ন বিষয়ে কথা বলুন প্রয়োজনে সপরিবারে ঘুরতে যান তাতে বাবাকেও সঙ্গে রাখুন


পছন্দের একটি মিটিংয়ে যোগ দিন আগে এটা জেনে নিন যে আপনার বাবা কোন অ্যাক্টিভিটি করতে চান তার সেই অ্যাক্টিভিটি আপনি বাবার সঙ্গে মিলে করতে পারেন তাতে গাছ লাগানো বা লং ড্রাইভে যাওয়া এগুলি হতে পারে

Advertisement


কথা বলুন বাবার সঙ্গে নিজের ইচ্ছা আশা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করুন এতে আপনার এবং আপনার সমস্যাগুলো বুঝতে পারবেন তিনি আপনাকে পরামর্শ দিতে পারবেন


একজন আরেকজনের প্রতি শোক থাকুন একজন আরেকজনের কথা বলার সময় সব থাকুন সততা সম্পর্ক মজবুত করে যদি আপনার কোন বিষয় নিয়ে টেনশন থাকে তাহলে আপনার বাবার সঙ্গে সে বিষয়ে কথা বলুন হতে পারে আপনার বড় মুশকিল খুব সহজেই সমাধান হয়ে যেতে পারে বাবার হস্তক্ষেপে


একজন আরেকজন কে সাপোর্ট করুন যখন কোন ব্যক্তি কোন বিষয়ে আপনার পাশে দাঁড়াচ্ছে তখন সম্পর্কে এমনিতেই মজবুত হয় আর যদি হয় বাড়ির কেউ যেমন বাবা তাহলে সেই সম্পর্ক এমনিতেই বন্ধনে বাঁধা থাকে আরো বেশি দ্রির হয়ে পড়ে

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement