Advertisement

Alcohol Shopping Mall: পুজোর আগে সুরাপ্রেমীদের জন্য সুখবর, কলকাতায় খুলছে মদের শপিংমল, কোথায়?

পূর্ব ভারতের প্রথম মদের শপিংমল খুলছে কলকাতায়। শপিংমলে মদের সঙ্গে মিলবে চাটও। এজন্য বদল করা হয়েছে রাজ্যের আবগারি নিয়ম।

পূর্ব ভারতের প্রথম মদের শপিংমল খুলছে কলকাতায়। পূর্ব ভারতের প্রথম মদের শপিংমল খুলছে কলকাতায়।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Sep 2022,
  • अपडेटेड 9:28 PM IST
  • কলকাতায় খুলছে মদের শপিংমল।
  • পূর্ব ভারতে এটাই প্রথম মদের শপিংমল।
  • বিবিধ মদ পাওয়া যাবে এই মলে।

রাজ্যের সুরাপ্রেমীদের জন্য সুখবর। পূর্ব ভারতের প্রথম মদের শপিংমল খুলছে এ শহরেই। শুধু মদ কেনাই নয় মলে বসে নিশ্চিন্তে চুমুকও দিতে পারবেন। সেই সঙ্গে ব্যবস্থা থাকবে মুখরোচক চাটেরও। বেশ কিছু শপিংমলে আলাদা করে নৈশ ঠেক, মদের দোকান রয়েছে। তবে সম্পূর্ণ মল মদের বিকিকিনি চলছে এমনটা বেশ অভিনবই। আর সেই অভিনব ব্যাপারই ঘটতে চলেছে মহানগরে। 

রাস্তার ধারে মদের দোকানে লাইনে দাঁড়ান অনেকে। বেশ অস্বস্তি বোধও হয়। আবার পছন্দের নানা ধরনের মদও পাওয়া যায় না। এই ঝক্কি থেকেই মুক্তি পেতে চলেছেন কলকাতার সুরাপ্রেমীরা। হাতের কাছেই পেয়ে যাবেন পছন্দের মদ। নামিদামি বিদেশি ব্র্যান্ড এখন আর দূরের গ্রহ নয়। আর শুধু যে পছন্দের ব্র্যান্ড তাই-ই নয়, বিশাল সম্ভার থেকে বেছে নেওয়ার সুযোগও মিলবে। আর সঙ্গে মন-পসন্দ মদের চাট। নবান্ন সূত্রের খবর, মদের শপিংমলের অনুমতি দেওয়ার জন্য বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। করা হয়েছে  নোটিফিকেশনও। সেজন্য শুধুমাত্র মদ বিক্রির শপিংমল করতে বাংলায় আর কোনও বাধা নেই। তবে মদ বিক্রিয় নিয়মকানুন শপিংমলেও মেনে চলতে হবে। সেখানে কোনও ছাড় নেই। 

কোথায় মদের শপিংমল খুলছে? 

আরও পড়ুন

পূর্ব ভারতের প্রথম মদের শপিংমল খুলছে কলকাতার উপকণ্ঠেই। মধ্য কলকাতার এজেসি বোস রোডের পাশেই মদের শপিংমল খুলছে একটি বেসরকারি সংস্থা। পার্কসার্কাসের কাছাকাছি ওই এলাকা। 

আবগারি দফতর সূত্রের খবর,দক্ষিণ ভারতের বেঙ্গালুরুতেও এমন একটি মদের শপিংমল রয়েছে। সেখানে ভিড় জমান সুরাপ্রেমীরা। সেই সঙ্গে মদের সম্ভার দেখতে অনেক সাধারণ মানুষও। কলকাতার মলেও বিভিন্ন দেশের বিবিধ মদ মিলবে। নানা জাতের বিয়ার, হুইস্কি, ওয়াইন, ভদকা, রাম, জিন পাওয়া যাবে মলে। একাধিক দোকান ঘুরে পছন্দমতো মদ কেনার সুযোগ পাবেন গ্রাহকরা।

Read more!
Advertisement
Advertisement