Advertisement

শীতের সকালে কাশি, গায়ে ব্যথা? এই পাতার রস খেলেই সমাধান

অনেকের সর্দি-কাশি লেগেই থাকে সারাবছর। কিন্তু, শীতকালে তা বেড়ে যায়। শীতের সকালে ঘুম থেকে উঠেই শ্বাসকষ্টের সঙ্গে খুশখুশে কাশিতে ভুগতে হয় অনেককে। কারও আবার গোটা শরীরে ব্যথা করে। বিশেষ করে যাদের বাত থাকে তাদের সমস্যা আরও বেশি।

বাসক পাতার উপকারিতা বাসক পাতার উপকারিতা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Dec 2021,
  • अपडेटेड 6:18 PM IST
  • বাসক পাতা সর্দি-কাশি-গলা ব্যথা কমাতে সাহায্য করে
  • আবার লিভারের সমস্যাও দূর করে এই পাতা
  • আয়ুর্বেদিক ওষুধ তৈরিতে এই পাতার ব্যবহার বহুল

অনেকের সর্দি-কাশি লেগেই থাকে সারাবছর। কিন্তু, শীতকালে তা বেড়ে যায়। শীতের সকালে ঘুম থেকে উঠেই শ্বাসকষ্টের সঙ্গে খুশখুশে কাশিতে ভুগতে হয় অনেককে। কারও আবার গোটা শরীরে ব্যথা করে। বিশেষ করে যাদের বাত থাকে তাদের সমস্যা আরও বেশি। জানেন কি, বাসক পাতার সঠিক ব্যবহারে এই সব অসুবিধে সেরে যাবে কয়েকদিনের মধ্যেই। আসুন দেখি, এর গুণাগুণ। 

বাসক পাতা সর্দি-কাশি-গলা ব্যথা কমাতে সাহায্য করে। সেজনন্য কয়েকটি বাসক পাতা ভালো করে ধুয়ে তার রস খেতে পারেন। মনে রাখলেন পরপর সাতদিন খালি পেটে এই রস খেতে হবে। তাহলেই কাজ হবে। এর সঙ্গে মধু মিশিয়েও খাওয়া যায়। 

আরও পড়ুন

বাসক পাতা বাতের ব্যথারও উপশম ঘটায়। এতে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান রয়েছে। যা বাতের ব্যথা, গাঁটে ব্যথা নিরাময়ে সাহায্য করে। সেজন্য এই পাতা বেঁটে তার সঙ্গে হলুদ ও চুন মিশিয়ে লাগালে ব্যথা সারবে। তবে নিয়মিত লাগাতে হবে। 

বাসক পাতার গুণ অনেক

অনেকের শ্বাসকষ্টের সমস্যা থাকে। শীত বাড়লে সমস্যাও বাড়তে থাকে। কাশতে কাশতে কফও বাইরে আসে। তাদের জন্যও বাসক পাতা অব্যর্থ ওষুধ। কাশি হলে যেভাবে বাসক পাতার রস পান করতে হয়, ঠিক সেভাবে নিময় মেনে রস খেলে সমস্যা মিটবেই। 

এছাড়াও জন্ডিস কমাতে সাহায্য করে বাসক পাতা। বাসক ফুলের রসের সঙ্গে মধু মিশিয়ে প্রতিদিন খেলে পেটের সমস্যা দূর হয়।
 

Read more!
Advertisement
Advertisement