Advertisement

Wedding Shopping Kolkata: বর- কনের পোশাক থেকে তত্ত্বের সামগ্রী, কম দামে বিয়ের শপিং করুন কলকাতার এই বাজারগুলিতে

Best Wedding Shopping Markets Kolkata: বিয়ের বাজার নিয়ে প্রায় প্রত্যেকেই চিন্তায় পড়েন। কী কী কিনবেন, কোথায় কিনবেন, দরদাম ইত্যাদি মাথায় মধ্য়ে। সেই চিন্তা কিছুটা কমাতে, রইল কলকাতার সেরা কয়েকটি বিয়ের বাজারের খোঁজ।

প্রতীকী ছবি প্রতীকী ছবি
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 21 Feb 2024,
  • अपडेटेड 3:59 PM IST

চলছে বিয়ের মরসুম। মাঝে চৈত্র মাসে বিয়ে হয় না বাঙালি হিন্দুদের। বৈশাখ- জ্যৈষ্ঠ মাসে যাদের বিয়ে, তাদের কেনাকাটা শুরু হয়ে গেছে। এমনকী অগ্রহায়ণ বা পরের মাঘ- ফাল্গুনের বর- কনেরাও অনেকে বিয়ের শপিং শুরু করে দিয়েছেন ইতিমধ্যে। বিয়ের বাজার নিয়ে প্রায় প্রত্যেকেই চিন্তায় পড়েন। কী কী কিনবেন, কোথায় কিনবেন, দরদাম ইত্যাদি মাথায় মধ্য়ে। সেই চিন্তা কিছুটা কমাতে, রইল কলকাতার সেরা কয়েকটি বিয়ের বাজারের খোঁজ।

নিউ মার্কেট

শুধু বর- কনের বিয়ের পোশাকই নয়, একই সঙ্গে প্রণামী বা আত্মীয়স্বজনদের পোশাক কিনতে চাইলে চোখ বন্ধ করে চলে যান এই বাজারে। এছাড়াও বিয়েতে আরও যা যা উপহার দেওয়ার রীতি রয়েছে, তা সবই পেয়ে যাবেন এখানে। এক জায়গা থেকেই বিয়ের সব বাজার সেরে ফেলতে পারেন। নিউ মার্কেট ও তার আশপাশে ধর্মতলা চত্বর এবং এসপ্ল্য়ানেড হয়ে উঠতে পারে আপনার কেনাকাটার সেরা গন্তব্য।

আরও পড়ুন

গড়িয়াহাট

কেনাকাটার গন্তব্য হিসাবে অনেকেরই প্রথম পছন্দ গড়িয়াহাট। বিয়ের বাজারের ক্ষেত্রেও তাই। কনের শাড়ি-গয়না থেকে শুরু করে, অনেক রকম বিয়ের উপহার সামগ্রী পেয়ে যাবেন এখানে। বেনারসি, জামদানি, তাঁত, সিল্কের শাড়ির যাবতীয় সেরা দোকানগুলি এই চত্বরেই। পাশাপাশি ধুতি-পাঞ্জাবি ও শেরওয়ানিরও অনেক দোকান রয়েছে। ব্লাউজ-সহ অন্যান্য পোশাক তৈরির জন্য কাপড়ও কিনতে পারেন এখান থেকে। সোনার গয়নার পাশাপাশি যারা নকল গয়না কিনতে চান, তাদের জন্য়েও রয়েছে প্রচুর দোকানপাট।

হাতিবাগান

অনেক জায়গা জুড়ে এই বাজার বেশ জনবহুল। রাস্তার দুই দিকে হকারদের স্টলগুলিতে সাজগোজের জিনিসপত্র, জুতো, ব্যাগ উপহার সামগ্রী, ঘর সাজানোর জিনিস সব পাবেন।

বড়বাজার

বিয়ের তত্ত্ব আর প্রণামীর তালিকা বেশ দীর্ঘ হয়। কীভাবে, কোথায়, কী কিনবেন এই বিষয়ে খানিকটা স্বস্তি এনে দিতে পারে বড়বাজার। এছাড়াও তত্ত্ব সাজানোর ট্রে, সাজানোর অন্যান্য সামগ্রী, পিতল বা রুপোর বাসন সবই পাওয়া যায় এখানে। গয়না ও অন্যান্য সাজগোজের উপকরণও পেয়ে যাবেন এখানে ঠিকঠাক দামে। 

Advertisement

বরদান মার্কেট

আপনার প্রিয় গন্তব্য হয়ে উঠতে পারে এই বাজার। গয়নার দোকান রয়েছে ছড়িয়ে ছিটিয়ে। আনারকলি, গাউন, লেহঙ্গা তো রয়েছেই, সঙ্গে রয়েছে জমকালো বটুয়া ও ক্লাচের সম্ভার। পেয়ে যাবেন নানা ধরনের সাজ সরঞ্জামও কম দামের মধ্যেই। আর দরদাম করতে পারলে তো কথাই নেই! এই বাজারের বিশেষত্ব হল এখানে বিভিন্ন বড় বড় ব্র্যান্ডের রেপ্লিকা পোশাক, পেয়ে যাবেন।

 

Read more!
Advertisement
Advertisement