Advertisement

Children's Day 2021: ১৪ নভেম্বর কেন পালিত হয় 'শিশু দিবস'? জানুন আসল ইতিহাস ও গুরুত্ব

Children's Day 2021: পৃথিবীর বিভিন্ন দেশে শিশু দিবস পালিত হয়, বিভিন্ন সময়। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু কাছে পরিচিত ছিলেন 'চাচা নেহেরু' নামেই। তিনি ছোটদের সঙ্গে সময় কাটাটে খুব ভালোবাসতেন।

শিশু দিবসের ইতিহাস ও গুরুত্ব
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Nov 2021,
  • अपडेटेड 5:50 PM IST
  • প্রতি বছর ভারতে 'শিশু দিবস' পালিত হয় ১৪ নভেম্বর।
  • এই শিশু দিবসের পিছনে রয়েছে বিশেষ কারণ।
  • শিশুরাই আমাদের দেশের ভবিষ্যৎ।

Children's Day 2021: শিশুরাই আগামী দিনের আলো, শিশুরাই (Children) দেশের ভবিষ্যৎ। পৃথিবীর বিভিন্ন দেশে শিশু দিবস (Children's Day) পালিত হয়, বিভিন্ন সময়। ১ জুন, পালিত হয় আন্তর্জাতিক শিশু দিবস। তবে প্রতি বছর ভারতে 'শিশু দিবস' পালিত হয় ১৪ নভেম্বর। এই শিশু দিবসের পিছনে রয়েছে বিশেষ কারণ। আসুন জানা যাক... 

শিশু দিবসের ইতিহাস (Children's Day History)

স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু (Pandit Jawaharlal Nehru) কাছে পরিচিত ছিলেন 'চাচা নেহেরু' (Chacha Nehru) নামেই। তিনি ছোটদের সঙ্গে সময় কাটাটে খুব ভালোবাসতেন। আগে ১৯৫৪ সালের ২০ নভেম্বর দিনটিকে শিশু দিবস হিসাবে ঘোষণা করে রাষ্ট্রসংঘ। সেই মতো সেদিনই ভারতে পালিত হত শিশু দিবস। 

১৯৬৪ সালের ২৭ মে জওহরলাল নেহেরুর মৃত্যুর পর, তাঁর শিশুদের প্রতি অগাধ স্নেহ ও ভালোবাসার জন্য, সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়, ১৪ নভেম্বর, তাঁর জন্মদিনে ভারতে পালিত হবে শিশু দিবস।     

আরও পড়ুন: একই ছাদের তলায়, জল রঙে ভেনিস থেকে কলকাতা! তিলোত্তমায় শিল্পী পরেশ মাইতির পেন্টিং প্রদর্শনী

শিশু দিবসের গুরুত্ব  (Children's Day Importance)

এই বিশেষ দিন, শিশুদের সুরক্ষা, অধিকার সম্পর্ক ও ভবিষ্যৎ সম্পর্কে সকলকে সচেতন করা মূল উদ্দেশ্য থাকে। দেশের ভবিষ্যৎ গঠনে, শিশুদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শিশুরা যাতে সঠিক শিক্ষা পায়, তাঁদের যাতে সঠিক পুষ্টি হয়, এই সমস্ত দিকই এদিন বিবেচনা করা হয়। 

আরও পড়ুন: বছর ঘুরলো! সৌমিত্রর স্মৃতিচারণায় 'টাইপিস্ট', আবেগে ভাসলেন পৌলমী

শিশু দিবস উদযাপন (Children's Day Celebrations)

Advertisement

স্কুল ও শিক্ষাক্ষেত্রগুলিতে পড়াশোনার পরিবর্তে বিশেষ অনুষ্ঠান, ক্যুইজ শো ইত্যাদির আয়োজন করা হয়। শিশুদের জন্য থাকে উপহার, খাওয়া -দাওয়ার আয়োজন। বর্তমানে বিভিন্ন শপিং মল, বিনোদন পার্ক রেস্তোরাঁতে থাকে শিশুদের জন্য বিশেষ আয়োজন। এমনকী কিডস আইটেম কেনাকাটায় থাকে বিশেষ ছাড়। সেই সঙ্গে বিশেষভাবে স্মরণ করা হয়, চাচা নেহেরুকে।    

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement