Advertisement

Coconut Water Face Mist : প্রচণ্ড গরম ও দূষণেও তুলতুলে ত্বক দেবে নারকেলের জল, ব্যবহার করুন এভাবে

নারকেলের জলে ভিটামিন সি এবং প্রোটিনের মতো অনেক অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে, যা মুখের ব্রণ এবং ওই ধরণের অন্যান্য সমস্যা দূর করে। তাই এই প্রতিবেদনে আজ আমরা নারকেলের জলের মিস্ট তৈরি করার একটি উপায় আপনাদের জন্য নিয়ে এসেছি।

প্রতীকী ছবি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 07 Mar 2023,
  • अपडेटेड 5:12 PM IST
  • নারকেলের জলের প্রচুর উপকারিতা
  • ভাল রাখে ত্বক
  • যেভাবে ব্যবহার করবেন...

ত্বকের যত্ন অল্পবিস্তর প্রায় প্রত্যেকেই করেন। কারণ ত্বকের সতেজতা ঔজ্জ্বল্যের ওপরে নির্ভর করে কোনও মানুষের দর্শন। আর তাই নিজেকে সকলের কাছে সুন্দর করে তুলে ধরা জন্য ত্বকের যত্ন নিতেই হয়। নারকেলের জলে ভিটামিন সি এবং প্রোটিনের মতো অনেক অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে, যা মুখের ব্রণ এবং ওই ধরণের অন্যান্য সমস্যা দূর করে। তাই এই প্রতিবেদনে আজ আমরা নারকেলের জলের মিস্ট তৈরি করার একটি উপায় আপনাদের জন্য নিয়ে এসেছি। প্রতিদিন নারকেল জলের ফেস মিস্ট ব্যবহারে মুখের ডার্ক সার্কেল দূর হয়ে যায়। এটি ত্বককে ভিতর থেকে পুষ্টি দেয়। যার ফলে ত্বক উজ্জ্বল এবং সতেজ দেখায়। আসলে নারকেল জল ত্বক উন্নত করে, ফলে স্কিন টোন ফর্সা দেখায়। এককথায় এটি ত্বকের জন্য উপকারী। তাহলে চলুন জেনে নেওয়া যাক নারকেলের জল থেকে কীভাবে তৈরি করতে হবে ফেস মিস্ট (How To Make Coconut Water Face Mist)।

নারকেল জলের ফেস মিস্ট তৈরির প্রয়োজনীয় উপকরণ-
ত্বক ভাল রাখতে যে নারকেলের জলের বিশেষ ভূমিকা রয়েছে, তা আমরা ইতিমধ্যেই আলোচনা করেছি। এবার প্রশ্ন হল কী কী উপাদান দিয়ে তৈরি হবে এই ফেস মিস্ট? এটি তৈরি করতে মূলত দরকার হয় এক কাপ নারকেলের জল ও একটি শসা।

কীভাবে তৈরি করবেন নারকেলের জলের ফেস মিস্ট? (How to Make Coconut Water Face Mist)
১.
নারকেলের জলের এই মিস্ট তৈরি করতে প্রথমে একটি শসা নিন।
২. তারপর ভাল করে ধুয়ে শুষিয়ে নিন।
৩. এরপর শসার রস বের করে একটি পাত্রে রাখুন।
৪. তারপর তাতে এক কাপ নারকেল জল মেশান।
৫. এরপর এই দুটি জ্যুস একসঙ্গে ভাল করে মিশিয়ে নিন।
৬. তারপর মিশ্রণটি স্প্রে বোতলে ভরে ফ্রিজে রেখে দিন।
৭. ব্যাস, আপনার নারকেলের জলের ফেস মিস্ট ব্যবহারের জন্য পুরোপরি তৈরি। 

Advertisement

আরও পড়ুন - চর্বি ঝরায়-হজম শক্তি বাড়ায় কারি পাতা, কখন-কীভাবে খাবেন?

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement