বর্তমান সময়ে ওজন বৃদ্ধি অনেকেরই শারীরিক সমস্যার কারণ। তবে অনেকে আবার এমনও আছেন যাঁরা ওজন বৃদ্ধির কারণে বেশ খুশি থাকেন। অনেকে ভাবেন ওজন বেড়ে গেলে কাজ করা যায় না। তবে অনেকেই আছেন যাঁরা ওজন বৃদ্ধি পাওয়ার পরেও যথেষ্টই অ্যাকটিভ এবং রোজগারও করেন। তেমনই এক মহিলার কথা এই প্রতিবেদনে বলা হবে, যাঁর ওজন ১০০ কিলোগ্রামেরও বেশি। তবে তিনি তাঁর এই ওজন নিয়ে একেবারেই চিন্তিত নন, বরং তিনি বর্তমানে মাসে ১০ লক্ষ টাকারও বেশি রোজগার করেন। ওই মহিলা জানাচ্ছেন, রোগা থাকাকালীন তিনি এতটা রোজগার করতেন না যতটা তিনি বর্তমানে করেন।
কে এই মহিলা?
প্রায় ১০১ কেজি ওজনের এই মহিলার নাম ড্যানিয়েল গার্ডেনার (Danielle Gardiner)। বয়স ৩৩ বছর। তিনি একজন প্লাস সাইজ মডেল এবং বেশকিছু বিখ্যাত ব্র্যান্ডের সাঁতারের পোশাকের মডেলিংও করেন। ড্যানিয়েল জানাচ্ছেন, তাঁর চেহারার জন্য তাঁকে ট্রোল করা হয়েছে। তবে তিনি একটি মডেলিং-এর জন্য প্রায় ৬৫০ পাউন্ড বা ৬৬,৪৫৫ টাকা নেন। সপ্তাহে তিনি ২টি শ্যুট করেন। মাসে ৮টি শ্যুটের জন্য তিনি ১০ হাজার পাউন্ড বা ১০.২ লক্ষ টাকা রোজগার করেন।
রোজগার করছেন সোশ্যাল মিডিয়া থেকেও
ড্যানিয়েল আরও জানাচ্ছেন, তাঁকে প্রতি সপ্তাহে পোশাক, হ্যান্ডব্যাগ সহ প্রায় ৪০ ধরনের প্রোডাক্ট পাঠান হয়। আর সেগুলির ছবি তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। প্রতিটি পোস্টের জন্য ৩৫ থএকে ৫৬ হাজার টাকা নেন।
কীভাবে বাড়ল ওজন?
জানা গিয়েছে ২১ বছর বয়সে অনেকটাই রোগা ছিলেন জ্যানিয়েল। সেই সময় তিনি পুলিশে চাকরি করতেন। ২২ বছর বয়সে তিনি গর্ভবতী হন। সেইসময় তাঁর ওজনও খুব বেড়ে যায়। কিন্তু সিঙ্গল মাদার হওয়ার কারণে মাতৃত্বকালীন ছুটি শেষ হওয়ার পর সন্তানের দেখভালের জন্য চাকরি ছেড়ে দেন তিনি। সময় কাটাতে থাকেন বাড়িতে। যার জেরে বাড়তে থাকে তাঁর ওজন।
মডেলিং-এ কীভাবে এলেন?
ড্যানিয়েলের মতে, তার সন্তান যখন ৫ বছরের তখন তিনি Facebook-এ Miss Curvaceous UK পরিচালিত বডি কনফিডেন্স ওয়ার্কশপের একটি বিজ্ঞাপন দেখেন এবং সেটিতে আবেদন করেন। সেই কর্মশালায় তিনি নিজেকে ভালোবাসতে শেখেন। তারপরেই ড্যানিয়েল নিশ্চিত হন যে তিনিও খুব সুন্দরী এবং মিস কার্ভাসিয়াস ইউকে হওয়ার জন্য একটি প্রতিযোগিতায় অংশ নেন। তারপর থেকে, তিনি ইনস্টাগ্রামে ছোট পোশাকে তাঁর ছবি পোস্ট করতে শুরু করেন এবং অনেক ব্র্যান্ডের সঙ্গে তাঁর যোগাযোগ শুরু হয়। আর আজ তিনি একজন সফল প্লাস সাইজ মডেল।
আরও পড়ুন - RBI-তে ৯৫০ শূন্যপদ, কবে থেকে ও কীভাবে করা যাবে আবেদন?