Advertisement

Happy Durga Ashtami Wishes 2021: শুভ মহাষ্টমী! WhatsApp, Instagram, Facebook-এ পাঠান উইশ বার্তা

Subho Maha Ashtami 2021: পৌরাণিক কাহিনি অনুসারে, বিশ্বাস করা হয় যে দেবী দুর্গা মহাষ্টমীতে মহিষাসুরকে বধ করেছিলেন। এই দিন ভক্তেরা পুষ্পাঞ্জলির মাধ্যমে দেবীকে আরাধানা করেন। জেনে নিন এই মহাষ্টমীতে সকলকে কী ভার্চুয়াল বার্তা দিতে পারেন আপনি। 

মহাষ্টমীর ভার্চুয়াল শুভেচ্ছা বার্তা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Oct 2021,
  • अपडेटेड 2:48 PM IST
  • দেবী দুর্গা মহাষ্টমীতে মহিষাসুরকে বধ করেছিলেন।
  • এদিন ভক্তেরা পুষ্পাঞ্জলির মাধ্যমে দেবীকে আরাধানা করেন।
  • মহাষ্টমীতে সকলকে পাঠান ভার্চুয়াল বার্তা। 

 Subho Maha Ashtami 2021: দুর্গা পুজোর (Durga Puja) উৎসব আবহে গা ভাসিয়েছে বাঙালি। আশ্বিন মাসে প্রায় দশ দিন ধরে দুর্গাপুজো পালিত হয়। যদিও প্রকৃত অর্থে, উৎসব শুরু হয় ষষ্ঠি দিন থেকে। দুর্গাপুজোর পাঁচ দিন মহাষষ্ঠী, মহাসপ্তমী, মহাঅষ্টমী, মহানবমী এবং বিজয়া দশমী হিসেবে পরিচিত। 

পৌরাণিক কাহিনি অনুসারে, বিশ্বাস করা হয় যে দেবী দুর্গা মহাষ্টমীতে (Maha Ashtami) মহিষাসুরকে (Mahishasur) বধ করেছিলেন। এদিন ভক্তেরা পুষ্পাঞ্জলির মাধ্যমে দেবীকে আরাধানা করেন। ৯ বছরের কম বয়সী মেয়েরা, এদিন দেবী দুর্গা রূপে পূজিত হন। এই আচারটি 'কুমারী পুজো' নামে পরিচিত। এরপরে, অষ্টমী ও নবমী তিথির সন্ধিক্ষণে হয় 'সন্ধি পুজো'। 

 

আরও পড়ুন: সন্ধিপুজোয় ১০৮ পদ্ম ও প্রদীপ আবশ্যক! জানেন কেন?

অতিমারীর মধ্যেই গত বছরের মতো এবারেও বাড়িতে এসেছে উমা। ঠাকুর দেখা কিংবা পুষ্পাঞ্জলি দেওয়া, সবেতেই রয়েছে বিধি নিষেধ। তবে তাই বলে তো মনের আনন্দ থেমে থাকে না। জেনে নিন এই মহাষ্টমীতে সকলকে হোয়াটস অ্যাপ, ফেসবুক, ইন্সটাগ্রাম কিংবা অন্যান্য সোস্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে কী ভার্চুয়াল বার্তা  (Maha Ashtami Wishes) দিতে পারেন আপনি। 

আরও পড়ুন: মহাষ্টমীতে কোন রাশির ভাগ্য সহায় থাকবে? জানুন ট্যারো কার্ড গণনা

 

মহাষ্টমীর শুভেচ্ছা বার্তা (Maha Ashtami Wishes)

* এই মহাষ্টমীর শুভ মুহূর্তে সকলকে জানাই আন্তরিক শুভ কামনা। শুভ অষ্টমী! 

* মহাষ্টমীর আন্তরিক শুভেচ্ছা। আপনার এবং আপনার পরিবারের উপর দেবী দুর্গার আশীর্বাদ বর্ষিত হোক। সুখী থাকুন, সুস্থ থাকুন।

Advertisement

* দেবী দুর্গা আপনাকে সুখ ও সমৃদ্ধি দান করুক। অষ্টমীর শুভেচ্ছা সকলকে। 

* আপনার পরিবার মায়ার বাঁধনে জড়িয়ে থাকুক। মা দুর্গা সর্বদা আপনাদের উপরে থাকুক। মহাষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা। 

* আপনার ধন-সম্পদ, সুখ-শান্তি অক্ষয় হোক...শুভ মহাষ্টমী!

* সকল কাজে আপনি যেন সাফল্য পান, সব স্বপ্ন যেন পূর্ণ হয়। সকলকে ভাল রাখো মা। শুভ অষ্টমী! 

* সকলকে জানাই মহাষ্টমীর আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। 

* এই উৎসব আপনার জীবনে নিয়ে আসুক আনন্দ, সমৃদ্ধি। শুভ অষ্টমী! 

*  শুভ মহাষ্টমী ২০২১! আপনার ও আপনার পরিবারকে অনেক শুভেচ্ছা।  

*  প্রার্থনা করি এই অষ্টমীতে আপনার জীবনের সমস্ত প্রতিবন্ধকরা কেটে যাক। শুভারম্ভ হোক আপনার জীবনে! 

* আপনাকে ও আপনার পরিবারকে মহাষ্টমীর শুভেচ্ছা। শুভ হোক সব। 
 

আরও পড়ুন: কেমন কাটবে উৎসবের দিনগুলি? জানুন পুজোর রাশিফল

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement