পয়সা কামাতে সবাই চায়। কিন্তু সবাই তা পারে না। কেউ কেউ সহজেই অনেক টাকা কামান, আবার অনেকে অনেক পরিশ্রম করে পয়সা কামাতে পারেন না। তার বিচারই আমরা কাউকে সাকসেসফুল এবং কাউকে ফেলিওর বলে আখ্যায়িত করে দিই। সাকসেসফুল হওয়ার জন্য বুদ্ধির জন্য প্রয়োজন রয়েছে। কৃষকরা বলছেন শুধুমাত্র বড় স্বপ্ন দেখলেই পয়সা আসে না। পয়সা কামানোর জন্য মস্তিষ্ককে সামান্য টিউন করতে হয়।
যদি পয়সা কামাতে চান তাহলে এই তিনটি বিষয়ে মাথায় রাখুন
এক বিশেষজ্ঞদের মতে স্বপ্ন দেখেই কেউ লাখ কোটি টাকা কামাতে পারেন না। স্বপ্ন সবাই দেখেন, কিন্তু স্বপ্ন পূরণ করার জন্য সেই ব্যক্তি মস্তিষ্ক অর্থাৎ ব্রেন কাজে লাগাতে হবে সঠিক বুদ্ধি লাগান এবং এগিয়ে যান।
১. এক্সপার্টরা মনে করছেন যে স্বপ্ন এবং প্রগ্রেসের মধ্যে কোন রকম যোগাযোগ নেই। এর অর্থ হলো ইমাজিনেশন করা সঙ্গে বাস্তবায়নের কোন সম্পর্ক নেই। বিশেষজ্ঞের মতামত হলো কিছু বড় করার জন্য আপনাকে মাথা খাটাতে হবে। স্বপ্ন সবাই দেখেন কিন্তু সেটি পুরণ কীভাবে করতে হয় এ বিষয়ে খুব কম লোকই চিন্তাভাবনা করে।
২.লোকেরা প্রায়ই মনে করেন যে স্বপ্ন দেখেনলেই তা সফল হয়ে যাবে বড় স্বপ্ন দেখুন ঠিক এই ধরনের বক্তব্য আমরা শুনে থাকি কিন্তু এ সমস্ত কথার কথা মানুষ কখনো নিজের ভেতরে তাকিয়ে দেখেন না প্রত্যেকের কিছু সীমাবদ্ধতা এবং কিছু গুণ রয়েছে আমরা অনেক সময় গুণটিকে নজরান্দাজ করে সীমাবদ্ধ জায়গাতেই লাফালাফি করি তাতে আমাদের সময় এবং পরিশ্রম দুটোই নষ্ট হয় অথচ হয়তো সামান্য বদলে যেদিকে আমাদের দক্ষতা সেই দিকে কাজ করলে অনেক হতে পারতো না
আরও পড়ুনঃ Food Ban In Monsoon: বর্ষায় রান্নাঘর থেকে এখনই এগুলো বিদেয় করুন, নইলে অসুস্থ হয়ে পড়বেন
৩. লোকেরা মনে করেন যে স্বপ্ন দেখা দেখলেই তা সফল হবে। কিন্তু আমরা নিজেদের ভেতরে কখনও তাকিয়ে দেখি না। কোন কাজে আমরা বেশি ভালো, সেদিকে নজর না দিয়ে অনেক সময় আমরা ভালোলাগার দিকে এগিয়ে যাই। অথচ সেখানে হয়তো দক্ষতা কম রয়েছে। তাই সামান্য বুদ্ধি বিভ্রাটের জন্য আমরা সাফল্য থেকে দূরে সরতে থাকি। আমরা পয়সার বিষয়ে চিন্তা করি কিন্তু নিজের গুণকে সঠিক জায়গায় কাজে লাগাই না। মনে রাখতে হবে একদিনে কেউ টাটা, বিড়লা, আদানি কিংবা আম্বানি হতে পারে না। আমরা তাদের বর্তমান সাফল্য দেখি। কিন্তু তার পেছনে তাদের কয়েক দশকের কড়া পরিশ্রম এবং প্ল্যাটফর্ম তৈরি করার বিষয়টি এড়িয়ে যাই। সেই কারণে আমরা চট জলদি সাফল্য লাভ করতে গিয়ে অনেক সময় হতাশ হয়ে পড়ি। তারা বলছেন যে, স্বপ্ন দেখা খারাপ নয়। তবে স্বপ্নকে বাস্তবে মাটিতে ফেলে তার বিচার করার ক্ষমতা থাকা দরকার। নিজেকে ভাবতে হবে তুমি কী? এবং কোনও বিষয়ে আমার দক্ষতা রয়েছে এ বিষয়টি বুঝে যদি নিজের তৈরি জিনিস বা নিজেকে পরিবেশন করা যায় তাহলে সাফল্য আসতে বাধ্য।