Advertisement

EXCLUSIVE: হার্ট অ্যাটাকের আগাম ৭ ‘বিপদ সঙ্কেত’! চিনে নিন, সতর্ক থাকুন

এই সমস্ত ‘বিপদ সঙ্কেত’ সম্পর্কে ধারণা থাকলে আগেভাগেই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে হার্ট অ্যাটাকের (Heart Attack) ঝুঁকি এড়ানো সম্ভব। চলুন জেনে নেওয়া যাক এ বিষয়ে কী বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ ডঃ অরিন্দম পাণ্ডে...

এই সমস্ত ‘বিপদ সঙ্কেত’ সম্পর্কে ধারণা থাকলে আগেভাগেই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে হার্ট অ্যাটাকের (Heart Attack) ঝুঁকি এড়ানো সম্ভব।
সুদীপ দে
  • কলকাতা,
  • 25 Jan 2021,
  • अपडेटेड 6:02 PM IST
  • অনেক সময় হার্ট অ্যাটাক হলেও সে ভাবে বোঝা যায় না।
  • শুধু হার্ট অ্যাটাকই নয়, হৃদযন্ত্রের এমন একাধিক সমস্যা আমরা বুঝতেও পারি না।
  • সে ভাবে কোনও ধারণা না থাকায় ‘বিপদ সঙ্কেত’গুলি আমরা চিনতে পারি না।

যখন হৃদপিণ্ডের এক বা একাধিক শিরা-উপশিরায় রক্ত জমাট বেঁধে হৃদযন্ত্রে রক্ত প্রবাহে বাঁধার সৃষ্টি করে তখনই হার্ট অ্যাটাক (Heart Attack) হয়। বয়সজনিত বিভিন্ন সমস্যা, উচ্চ রক্তচাপের সমস্যা, উচ্চ কোলেস্টোরল, অতিরিক্ত মেদ, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, মদ্যপান, অতিরিক্ত মানসিক চাপ— এগুলি মূলত হার্ট অ্যাটাকের (Heart Attack) অন্যতম কারণ।

বিশেষজ্ঞরা জানান, অনেক সময় হার্ট অ্যাটাক (Heart Attack) হলেও সে ভাবে বোঝা যায় না। আসলে সমস্যা হল, কোনও কোনও সময় বুকে কোনও রকমের ব্যথা অনুভূত না হলেও হার্ট অ্যাটাক (Heart Attack) হতে পারে। ফলে হার্ট অ্যাটাক হয়েছে কিনা তা বোঝাই যায় না!

শুধু হার্ট অ্যাটাকই (Heart Attack) নয়, হৃদযন্ত্রের এমন একাধিক সমস্যা আমরা বুঝতেও পারি না। হৃদযন্ত্রের নানা সমস্যার আগাম লক্ষণগুলি সম্পর্কে সাধারণ মানুষের সে ভাবে কোনও ধারণা না থাকায় ‘বিপদ সঙ্কেত’গুলি আমরা চিনতে পারি না। এই সমস্ত ‘বিপদ সঙ্কেত’ সম্পর্কে ধারণা থাকলে আগেভাগেই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে হার্ট অ্যাটাকের (Heart Attack) ঝুঁকি এড়ানো সম্ভব। চলুন জেনে নেওয়া যাক এ বিষয়ে কী বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ ডঃ অরিন্দম পাণ্ডে...

EXCLUSIVE: ঠাণ্ডায় উষ্ণতার খোঁজে মদ্যপান! সাবধান, বাড়াতে পারে হার্ট অ্যাটাকের ঝুঁকি!

ডঃ পাণ্ডে জানান, হার্ট অ্যাটাকের (Heart Attack) আগাম লক্ষণগুলি সম্পর্কে ধারণা থাকলে আগাম সতর্কতায় বড় বিপদের ঝুঁকি এড়ানো যেতে পারে। সময় মতো চিকিৎসা শুরু করা সম্ভব হয়। ফলে খুব সহজেই রোগীকে বিপন্মুক্ত করা সম্ভব হয়।

ডঃ পাণ্ডে জানান, হার্ট অ্যাটাকের (Heart Attack) ক্ষেত্রে বুকে ব্যথা হওয়াটাই পরিচিত উপসর্গ হলেও সব সময় আক্রান্ত ব্যক্তি সে ভাবে কষ্ট বা সমস্যা না-ও অনুভব করতে পারেন। অর্থাৎ, হার্ট অ্যাটাকের (Heart Attack) ক্ষেত্রে সব সময় বুকে ব্যথা না-ও হতে পারে। 

Advertisement

ডঃ পাণ্ডে জানান, হার্ট অ্যাটাকের (Heart Attack) ক্ষেত্রে বুকে ব্যথা আর বদ হজমের কারণে হওয়া ব্যথার মধ্যে কিছুটা ফারাক রয়েছে। হার্ট অ্যাটাকের ক্ষেত্রে বুকে খুব চাপ অনুভূত হয়। বুকের উপর ভারি কিছু চাপিয়ে রাখলে যেমনটা মনে হতে পারে, এ ক্ষেত্রেও তেমনটাই বোধ করেন রোগী। এর সঙ্গেই সারা শরীরে একটা অস্বস্তি অনুভব করেন আক্রান্ত ব্যক্তি। হার্ট অ্যাটাকের ক্ষেত্রে শারীরিক অস্বস্তির ফলে খুব ঘাম হয়। এসি বা পাখা চললেও আক্রান্ত ব্যক্তির ঘাম হতে থাকে।

তিনি জানান, বুকে চাপ অনুভব করা, ঘাম হওয়া বা শারীরিক অস্বস্তির পাশাপাশি অনেক সময় হার্ট অ্যাটাকের ক্ষেত্রে চোখে অন্ধকার দেখার মতো ঘটনাও ঘটতে পারে। ডঃ পাণ্ডে জানান, এই সমস্ত সমস্যা কোনও শারীরিক পরিশ্রম ছাড়াও দেখা দিতে পারে। শুয়ে আছেন বা টিভি দেখছেন বা বসে গল্প করছেন, হার্ট অ্যাটাকের ক্ষেত্রে এমন পরিস্থিতিতেও এই সমস্ত শারীরিক সমস্যা দেখা দিতে পারে।

এই সমস্ত লক্ষণ ছাড়াও মাঝে মধ্যেই বুক থেকে থুতনি পর্যন্ত অসাড় বোধ করা বা অস্বস্তি হওয়া, হঠাৎ করে সিড়ি দিয়ে উঠতে বা হাঁটা চলা করতে বেশি কষ্ট হওয়া হার্ট অ্যাটাকের আগাম উপসর্গ হতে পারে। হঠাৎ করে কোনও রকম পরিশ্রম ছাড়াই বুক ধড়ফড়ানি বেড়ে যাওয়ার ক্ষেত্রেও বিশেষ সতর্ক হওয়া জরুরি। কারণ, এটিও হার্ট অ্যাটাকের আগাম উপসর্গ হতে পারে। উল্লেখিত সমস্যাগুলির কোনওটি খেয়াল করলেই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। চিকিৎসকের পরামর্শে সঠিক সময়ে সঠিক চিকিৎসায় হার্ট অ্যাটাকের (Heart Attack) ঝুঁকি সহজেই এড়ানো সম্ভব, মত ডঃ পাণ্ডের।
 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement