ভিন্ন ভাষা ও সমাজে ডাকা হয় আলাদা নামে। কিন্তু প্রায় সব বাবারাই তাঁদের সন্তানের কাছে বটবৃক্ষসম। কয়েকটি শব্দে বাবাদের সংজ্ঞা দেওয়া মুশকিল। বলা চলে নিখাদ ভালবাসা এবং স্নেহের সঠিক সংজ্ঞা বাবা। হাজারো ব্যস্ততার মধ্যেও আমাদের জীবনকে আরও উন্নত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যান তাঁরা। প্রতি বছর, বিশ্বজুড়ে পালিত হয় 'পিতৃ দিবস' বা 'ফাদার্স ডে' (Father's Day)। পৃথিবী জুড়ে বিভিন্ন সময়ে এই দিন উদযাপন হলেও, জুন মাসের তৃতীয় রবিবার ভারতে পালিত হয় 'ফাদার্স ডে'। এই বছর এই বিশেষ দিনটি পড়েছে ২০ জুন।
আজকাল বেশীরভাগ বাবারাই টেক স্যাভি। তাঁরা পছন্দ করেন এই দিনটি ছেলে-মেয়েরা বিশেষ ভাবে উদযাপন করুক। আবার অনেকে কর্মসূত্রে বা একাধিক কারণে বাবার থেকে দূরে থাকেন। তাই এই 'ফাদার্স ডে'-তে আপনার বাবা কিংবা পিতৃসমদের স্পেশাল অনুভূতি দিতে পারেন সামাজিক মাধ্যমের সাহায্যে। জেনে নিন নিজের হোয়াটস অ্যাপ, ফেসবুক, ইন্সটাগ্রাম কিংবা অন্যান্য সোস্যাল মিডিয়া অ্যাকাউন্টে কী ভার্চুয়াল বার্তা দিতে পারেন আপনি।
'ফাদার্স ডে' -র ভার্চুয়াল মেসেজ ও স্ট্যাটাস (Father's Day 2021 Messages)
* তোমার হাত ধরেই পৃথিবী চিনতে শিখেছি...হ্যাপি ফাদার্স ডে!
* বাবা মানে শত শাসন সত্বেও এক নিবিড় ভালবাসা।
* আমি ভাগ্যবান যে তোমার মতো একজন বাবা পেয়েছি। অনেক ধন্যবাদ বাবা.. হ্যাপি ফাদার্স ডে!
* তুমিই আমাকে শিখিয়েছ জীবনে শক্ত থেকে কীভাবে লড়াই করে যেতে হয়...আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকব। হ্যাপি ফাদার্স ডে!
* দুনিয়ার সব কিছু বদলে গেলেও, বাবার ভালোবাসা কখনও বদলায় না। পিতৃ দিবসের শুভেচ্ছা।
* তুমিই আমার সুপার হিরো! হ্যাপি ফাদার্স ডে, বাবা...
* বাবার কাছে আমি চিরঋণী। আমার জীবনের সমস্ত অর্জন তারই কাছ থেকে পাওয়া নৈতিকতা, বুদ্ধিমত্তা আর শারীরিক শিক্ষার ফল!
* তোমার জন্যে রইলো অনেক খুশী, প্রতিদিনের জন্যে! হ্যাপি ফাদার্স ডে।
* এভাবেই পাশে থেকো বাবা! অনেক ভালোবাসি তোমায়... হ্যাপি ফাদার্স ডে!
আরও পড়ুন: বাবাদের জন্য বিশেষ দিন! জানুন ফাদার্স ডে-র তারিখ ও গুরুত্ব
অনেকে মনে করেন শুধু একদিন কেন, রোজ হয়ে উঠুক পিতৃ দিবস। তবে এই একবিংশ শতাব্দীতে,বাবাদের জন্য প্রতিটি দিন স্পেশাল করে তোলা কর্ম ব্যস্ততার ফাঁকে অসম্ভব। তাই একটা দিন যদি তাঁরা একটু 'স্পেশাল ফিল' করেন, তাহলে ক্ষতি কী?