Advertisement

Eid Mubarak 2025 Wishes: ইদ উল-ফিতর মোবারক! প্রিয়জনকে পবিত্র ইদের শুভেচ্ছা জানাতে পাঠান এই মেসেজ

Eid 2025 Wishes: ইদের দিন সকালে মুসলমানরা মসজিদে একত্রিত হয়ে নামাজ পড়েন। এরপরে তাদের পরিবার ও প্রিয়জনদের সঙ্গে দিনটি কাটান। একে অপরকে ইদ মোবারক জানিয়ে কোলাকুলির মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করেন।

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 30 Mar 2025,
  • अपडेटेड 4:05 PM IST

 টানা এক মাস ধরে পবিত্র রমজান মাস পালনের পর আসে মুসলমানদের প্রধান উৎসব খুশির ইদ (Eid) বা ইদ উল-ফিতর (Eid Ul-Fitr)।  এই মুসলমান উৎসব মিঠি ইদ নামেও পরিচিত। ইসলামী ক্যালেন্ডার (হিজরি) অনুযায়ী নবম মাসটি হল রমজান মাস। আর দশম মাস অর্থাৎ শাওয়ালের প্রথম দিনটি বিশ্বব্যাপী উদযাপিত হয় ইদ। 

ইসলামী বিশ্বাস অনুসারে, যারা সৎ উদ্দেশ্য প্রার্থনা এবং উপবাস করেন, ঈশ্বর তার ভক্তদের অতীতের পাপকে ক্ষমা করেন। দিনটি পবিত্র নবী হজরত মোহাম্মদ যেদিন পবিত্র কোরানের প্রথম প্রকাশনা হিসাবে চিহ্নিত। ইদ-উল-ফিতর কথাটির অর্থ উপবাস ভঙ্গের উত্‍সব। রমজান মাসের উপবাস ভঙ্গ করা হয় ইদের দিনে। চাঁদ দেখার ওপর নির্ভর করে, রমজান মাস কখনও ২৯ দিন তো কখনও ৩০ দিন হয়। এরপর চাঁদ দেখে পালন নয় খুশির ইদ। এবছর ইদ উল-ফিতর পালিত হবে ৩১ মার্চ। 

ইদের দিন সকালে মুসলমানরা মসজিদে একত্রিত হয়ে নামাজ পড়েন। এরপরে তাদের পরিবার ও প্রিয়জনদের সঙ্গে দিনটি কাটান। একে অপরকে ইদ মোবারক জানিয়ে কোলাকুলির মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করেন। জানুন, এই ইদে হোয়াটস অ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, ট্যুইটার কিংবা অন্যান্য সোস্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে কী ভার্চুয়াল বার্তা দিতে পারেন আপনি। 

আরও পড়ুন

 

ইদ উল-ফিতর-র মেসেজ (Eid- Al- Fitr 2025 Message) 


* নতুন সকাল নতুন দিন। শুভ হোক ঈদের দিন। ইদ মোবারক!

* এসেছে ইদের উৎসব, নিজের সঙ্গে নিয়ে এসেছে সুখ। দেখুন, ইদের উৎসব আবার এসেছে। আপনাদের সবাইকে ইদের শুভেচ্ছা!

* মন থেকে আল্লাহর আশীর্বাদ কবুল করুন এবং সব দুঃখ ভুলে যান। ইদ-উল-ফিতর ২০২৫ মোবারক!

* আল্লাহ আপনাকে আপনার প্রাপ্য সাফল্য এবং সুখ দান করুক। আল্লাহ সর্বদা আপনার সঙ্গে থাকুক, এই কামনা করি। ইদ মোবারক!

 

* আপনার ও আপনার পরিবারকে ঈদ মোবারক। আল্লাহ সকলের ভাল করুক।

Advertisement

* আজকে খুশির বাঁধ ভেঙেছে, ইদ এসেছে ভাই ইদ এসেছে, শাওআলের চাঁদ ওই উঁকি দিয়েছে, সবার ঘরে আজ ইদ এসেছে, সেই দিন আর নয় বেশি দূর, রমজান শেষ হলে,কাটবে অপেক্ষার ঘোর।

* আনন্দের এই সময়গুলো কাটুক থেমে থেমে, বছর জুড়ে তোমার তরে ইদ আসুক নেমে। ইদ মোবারক ২০২৫। 

* চাঁদ দেখে রমজানের সমাপ্তি হল! ইদ ভাল কাটুক সকলের। 

* সমস্ত কষ্ট সরে গিয়ে আপনার জীবনে আসুক আনন্দ। আগামী সময় শুভ হোক। ইদ মোবারক।

 

* আল্লাহ আপনার ওপর সদা সদয় থাকুন। আপনাকে এই শুভ দিনের শুভেচ্ছা জানাই।

* ইদ মানেই সুন্দর একটা দিন, আপনাকে জানাই এই দিনটির অনেক অনেক শুভেচ্ছা।

* আল্লাহ আপনার সমস্ত প্রার্থনা কবুল করুক এবং আপনাকে আনন্দ দিক। ইদ মোবারক!

* পবিত্র ইদ -উল -ফিতর উপলক্ষে আপনাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা।

* কামনা করি আপনি এবং আপনার পরিবার এই নিরাপদ এবং সুস্থ থাকুন। ঈদ মোবারক!

* জীবনের প্রতিটি পদক্ষেপে আল্লাহ আপনার প্রতি অনুগ্রহ বর্ষণ করবেন। ইদ মোবারক!

*  ছোট বড় সকলের মুখে হাসি ফুটে উঠুক,পবিত্র ইদ হয়ে উঠুক আনন্দময়। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাই ইদের।

* ইদ-উল-ফিতর-র শুভ দিনে আপনাকে পবিত্র শুভেচ্ছা পাঠাচ্ছি। 

* আল্লাহর পবিত্র আশীর্বাদ আমাদের পরিবারে ও অন্তর ভরে থাকুক। আপনাদের সকলকে ইদ মোবারক!

 

* এই ইদ আপনার হৃদয়ে আনন্দ এবং ভালোবাসা নিয়ে আসুক এবং আপনার সাফল্যের সমস্ত সুযোগ তৈরি হোক! ইদ মোবারক সকলকে। 

* এই ইদ-উল-ফিতর-এ আল্লাহ আপনাকে সুস্বাস্থ্য, সুখ এবং সমৃদ্ধি দিক। ইদ মোবারক ২০২৫। 

* আল্লাহ আপনার সুখ ও সমৃদ্ধির দ্বার উন্মুক্ত করুন। ঈদ মোবারক আপনাকে এবং আপনার পরিবারকে!

* মন থেকে আল্লাহর আশীর্বাদ কবুল করুন এবং সব দুঃখ ভুলে যান। ঈদ-উল-ফিতর ২০২৫ মোবারক!

 

Read more!
Advertisement
Advertisement