
হিন্দুদের বছরভর নানা পার্বণ চলে। তবে তার মধ্যেই ইংরাজি নববর্ষের পরেই বছরের প্রথম মাসে পড়ে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব। গ্ৰেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী হিন্দুদের প্রধান উৎসবগুলির মধ্যে মকর সংক্রান্তি (Makar Sankranti) বছরের সর্বপ্রথম উৎসব। পৌষ মাসের শেষ দিন এই উৎসব পালন করা হয়। এবার পৌষ সংক্রান্তি পড়েছে ১৪ জানুয়ারি। এদিনই দক্ষিণায়ন শেষে সূর্যের উত্তরায়ণ পালিত হয়। পুরাণ অনুযায়ী, সূর্য এদিন নিজের পুত্র, মকর রাশির অধিপতি শনির বাড়ি এক মাসের জন্য ঘুরতে গিয়েছিলেন।
মকর ও পৌষ সংক্রান্তি
দেশের বিভিন্ন প্রান্তে, ভিন্ন নামে পালিত হয় মকর সংক্রান্তি। এছাড়াও এই উৎসবকে নতুন ফসলের মরসুমের প্রথম দিন ও শীতকালের শেষ দিন বলে মনে করা হয়। যদিও অঞ্চলভেদে এই বিশেষ দিনটি পালন করার ভিন্ন রীতিনীতি আছে। পশ্চিমবাংলায় এই বিশেষ দিনটি পৌষ সংক্রান্তি (Poush Parbon Sankranti) বা পৌষ পার্বণ নামে পরিচিত। দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগরে প্রত্যেক বছর আয়োজন হয় গঙ্গাসাগর মেলা।
এবছর পৌষ সংক্রান্তির শুভ দিনে প্রিয়জনকে পাঠান ভার্চুয়াল শুভেচ্ছা বার্তা। জানুন হোয়াটস অ্যাপ, ইনস্টাগ্রাম, ট্যুইটার বা অন্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কী শেয়ার করতে পারেন আপনি।
মকর সংক্রান্তি ও পৌষ পার্বণের ২০২৬ -এর শুভেচ্ছা বার্তা (Makar Sankranti- Poush Parbon 2026 Wishes)
* আপনার জীবন প্রাচুর্য এবং ইতিবাচকতায় ভরে উঠুক। শুভ মকর সংক্রান্তি ২০২৬।
* মকর সংক্রান্তি ও পৌষ পার্বণের ২০২৬-র শুভেচ্ছা।
* পিঠে-পায়েসের মিষ্টতা তোমাদের জীবনে বন্ধনকে আরও দৃঢ় করুক এবং সম্প্রীতি ছড়িয়ে দিক। মকর সংক্রান্তির শুভেচ্ছা।
* ফসলের দিনে ভরা থাক তোমার জীবনও। শুভ পৌষ পার্বণ ২০২৬!
* মকর সংক্রান্তির এই পবিত্র লগ্নে আপনার জীবন ফিরে আসুক আলো, শান্তি আর নতুন আশার সূচনা হোক।
* পৌষ পার্বণের মতোই সুখময় হোক প্রতিটি দিন। সুন্দর হয়ে উঠুক তোমার জীবন, পূরণ হোক মনের সব চাওয়া-পাওয়া। শুভ পৌষ সংক্রান্তি।
* মকর সংক্রান্তির পূণ্যলগ্নে সকলের জীবনে আসুক আনন্দ, উৎসাহ এবং উজ্জ্বলতা এই শুভেচ্ছা রইল। শুভ মকর সংক্রান্তি।
* সূর্যের উত্তরায়ণের সঙ্গে এই মকর সংক্রান্তিতে তোমার জীবনে আসুক শান্তি, সুখ ও সমৃদ্ধি! শুভ মকর সংক্রান্তি ২০২৬!
* পৌষ পার্বণে পিঠে পুলি মহা ধুমধাম, ঘরে ঘরে পিঠে করে ধন্য হয় পল্লিগ্রাম। গুড় আর তিল সহকারে গড়ে পিঠে কেউ,পল্লী গ্রামে বয়ে যায়, আনন্দ আর খুশির ঢেউ।
* ঈশ্বর আপনার মঙ্গল করুক, এই মকর সংক্রান্তির উপলক্ষে আপনাকে জানাই শুভেচ্ছা।
* এবছরের পৌষ পার্বণ ও মকর সংক্রান্তিতে আপনার ও আপনার পরিবারের সুস্বাস্থ্য, সমৃদ্ধি ও শান্তি কামনা করি।
* সূর্যের মত আপনার জীবন সুখ ও শান্তিতে আলোকিত হোক। মকর সংক্রান্তির শুভেচ্ছা।
* সকল অভাব দূরে গিয়ে ফিরে আসুক স্বচ্ছলতা। শুভ মকর সংক্রান্তি।
* আপনার সকল আশা পূর্ণ হোক, আনন্দে কাটুক আগামী সময়টা...পৌষ পার্বণের শুভেচ্ছা!
* শুভ হোক আপনার মকর সংক্রান্তি।
* নতুন ফসলের সঙ্গে সঙ্গে আপনার জীবনে আসুক পরিশ্রমের প্রাপ্য ফল। শুভ মকর সংক্রান্তি।
* যেভাবে ঘুড়ি আকাশে উড়ে যায়, তুমিও সাফল্যের সিঁড়ি বেয়ে অনেক উপরে ওঠো। মকর সংক্রান্তির শুভেচ্ছা!
* মাঠের সোনালি শস্যের মতো আপনার জীবনও ভরে উঠুক সাফল্যে। শুভ মকর সংক্রান্তি।
* নতুন গুড় আর পিঠে পুলির গন্ধে ভরে উঠুক চারপাশ, মকর সংক্রান্তি নিয়ে আসুক অফুরান সুখের আশ্বাস।
* আকাশে উড়ুক রঙিন ঘুড়ি, পাতে থাকুক পিঠে পুলি আর মনে থাকুক একরাশ হাসি। শুভ মকর সংক্রান্তি।
* তোমায় শীতের স্নিগ্ধ সকাল আর খেজুর রসের মিষ্টতায় ভরা পৌষ পার্বণের শুভেচ্ছা।
* প্রত্যেকটি ঘরে ঘরে উপচে পড়ুক সমৃদ্ধি ও ধন! সকলকে পৌষ সংক্রান্তির অভিনন্দন।