Advertisement

Happy Women’s Day 2024: সকল নারীকে কুর্ণিশ জানান এই মেসেজের মাধ্যমে

Women’s Day Wishes: নারীরা শক্ত হাতে, যত্ন করে যেমন সংসারের হাল ধরেন, ঠিক সেরকমই বহির্জগতেও তারা অনন্যা। নারীরা শক্ত হাতে, যত্ন করে যেমন সংসারের হাল ধরেন, ঠিক সেরকমই বহির্জগতেও তারা অনন্যা।

নারী দিবসের শুভেচ্ছানারী দিবসের শুভেচ্ছা
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 07 Mar 2024,
  • अपडेटेड 7:14 PM IST

প্রতি বছর ৮ মার্চ নারীদের সম্মান জানাতে  বিশ্ব জুড়ে পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস (International Women’s Day)। নারীরা শক্ত হাতে, যত্ন করে যেমন সংসারের হাল ধরেন, ঠিক সেরকমই বহির্জগতেও তারা অনন্যা। নারীরা শক্ত হাতে, যত্ন করে যেমন সংসারের হাল ধরেন, ঠিক সেরকমই বহির্জগতেও তারা অনন্যা। সকল নারীদের এই বছর কুর্নিশ জানান হোয়াটস অ্যাপ (WhatsApp), ইনস্টাগ্রাম (Instagram), ফেসবুক (Facebook) বা অন্য কোনও সোশ্যাল মাধ্যমে। 

 

আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা বার্তা 

আরও পড়ুন

* পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, তোমার উৎসাহ দেওয়া কথাগুলি আমাকে সব সময়ে এগিয়ে যেতে সাহায্য করে। শুভ নারী দিবস। 

* নারী দিবসের অনেক শুভেচ্ছা! শুভ হোক রোজ। 

* যেই মেয়েরা স্বপ্ন দেখে, তাঁরা দূরদর্শী নারী হয়। শুভ নারী দিবস বিশ্বের সকল মহিলাকে। 

* তোমার ডানায় আগুন, দীর্ঘ হোক তোমার উড়ান। শুভ নারী দিবস! 

 

* প্রত্যেক পুরুষের একজন মহিলার প্রয়োজন হয় যখন তার জীবন ছন্নছাড়া হয়ে যায়। কারণ দাবা খেলার মতোই রানী রাজাকে সুরক্ষা দেয়। শুভ নারী দিবস ২০২৪। 

* সমান অধিকার বিশেষ অধিকার নয়। শুভ আন্তর্জাতিক নারী দিবস!

* পৃথিবীর প্রাণ তুমি, তোমার থেকে সৃষ্ট আমি, আজ তাই তোমারে নমি। শুভ নারী দিবস।  

* তুমি আমার পাশে যখন থাকো না, তখন আমার জীবন একেবারে ফাঁকা মনে হয়। আমার সঙ্গেই থেকো সব সময়। নারী দিবসের শুভেচ্ছা! 

 

* আমার জীবন এতটা গুছিয়ে দেওয়ার জন্যে অনেক ধন্যবাদ। নারী দিবসের শুভেচ্ছা।

* আজকের দুনিয়ায় এমন কোনও কাজ নেই যা মেয়েরা পারে না। শুভ আন্তর্জাতিক নারী দিবস।

* তুমি সব সময় আমার অনুপ্রেরণা। আমার জন্যে যা কিছু করেছো তাঁর জন্যে আমি তোমার কাছে কৃতজ্ঞ। শুভ নারী দিবস ২০২৪!

* প্রতিটি দিনই হোক নারী দিবস। শুভেচ্ছা সকল নারীদের। 

Advertisement

* তুমিই অনন্যা! শুভ নারী দিবস। 

* এভাবেই আগলে রেখো আমায়। আমি গর্বিত তোমায় পেয়ে। আমার জন্যে রোজই নারী দিবস।  

* সকল নারীদের আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা।

* পৃথিবীর প্রাণ তুমি, তোমার থেকে সৃষ্ট আমি, আজ তাই তোমারে নমি। শুভ নারী দিবস।

* বাধা এলে মুখোমুখি দাঁড়াবে তাঁরা। তাঁদের মধ্যেই আছে অনন্ত শক্তির আধার।

* তুমি দারুণ, তুমি আলাদা, তুমি সুন্দর আর তাই তো তুমি নারী। 

* নারী শব্দটাই তো শক্তির সঙ্গে জড়িত। তাই আলাদা করে নিজেকে শক্তিশালী প্রমাণ করার দরকার নেই। শুভ নারী দিবস। 

* তুমি আমার জীবনের সেরা চমক, আমার স্ত্রী! তোমায় অনেক ভালবাসি। শুভ নারী দিবস ২০২৪!  
 

 

Read more!
Advertisement
Advertisement