Advertisement

Holi 2021: রঙের উৎসবে WhatsApp, Facebook, Instagram-এ ভার্চুয়াল মেসেজ ও স্ট্যাটাসগুলি শেয়ার করুন

রাত পোহালেই রঙের উৎসবে মেতে উঠবেন বাঙালিরা। অনেক উৎসবের মতো হোলির আনন্দ কিছুটা ভাঁটা পড়েছে করোনা অতিমারীর জন্য। তাই ঘরোয়া ভাবেই বেশীরভাগ মানুষেরা এই বছর কাটাবেন হোলি। কিন্তু শুভেচ্ছা বার্তা দেওয়া তো এই ইন্টারনেটের যুগে আটকে থাকে না।

রাত পোহালেই রঙের উৎসবে মেতে উঠবেন সকলে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Mar 2021,
  • अपडेटेड 9:06 PM IST
  • রাত পোহালেই রঙের উৎসবে মেতে উঠবেন বাঙালিরা।
  • এই বছর হোলির আনন্দ কিছুটা ভাঁটা পড়েছে করোনা অতিমারীর জন্য।
  • তবে বন্ধু কিংবা আত্মীয়দের ভার্চুয়াল শুভেচ্ছা বার্তা পাঠিয়ে দিন।

রাত পোহালেই রঙের উৎসবে মেতে উঠবেন বাঙালিরা। যদিও কথায় বলে বাঙালির বারো মাসে তের পার্বণ। তবে অনেক উৎসবগুলির মধ্যে সকলের পছন্দের তালিকায় প্রথমের দিকেই থাকে দোলযাত্রা (Dolyatra) বা হোলি (Holi)। শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর (Rabindranath Tagore) বসন্ত উৎসব চালু করেছিলেন। এই উৎসবের দিকে মুখিয়ে থাকেন অনেকেই। তবে শুধু বাঙালি হয় প্রায় গোটা দেশই রঙের উৎসবে মেতে ওঠেন। সাধারণত ফাল্গুন মাসেই হয় দোল উৎসব। আর দোলের ঠিক পরের দিন আগামী ২৯ মার্চ পালিত হবে হোলি।

যদিও অন্যান্য অনেক উৎসবের মতো হোলির আনন্দ কিছুটা ভাঁটা পড়েছে করোনা অতিমারীর জন্য। তাই ঘরোয়া ভাবেই বেশীরভাগ মানুষেরা এই বছর কাটাবেন হোলি। কিন্তু শুভেচ্ছা বার্তা দেওয়া তো এই ইন্টারনেটের যুগে আটকে থাকে না। তাই দেখে নিন দোলযাত্রা বা বসন্ত উৎসবে নিজের ওয়াটস অ্যাপ, ফেসবুক, ইন্সটাগ্রাম কিংবা অন্যান্য সোস্যাল মিডিয়া অ্যাকাউন্টে কী ভার্চুয়াল বার্তা দিতে পারেন আপনি।

দোলযাত্রা বা বসন্ত উৎসবের ভার্চুয়াল মেসেজ ও স্ট্যাটাস

* রাঙিয়ে দিয়ে যাও যাও যাও গো এবার যাবার আগে... শুভ বসন্ত উৎসব।

* রামধনুর মতো রঙিন হয়ে উঠুক তোমার জীবন, নানা রঙ মিলে-মিশে ভরে উঠুক জীবনের ক্যানভাস! শুভ দোলযাত্রা

* "রঙ যেন মোর মর্মে লাগে, আমার সকল কর্মে লাগে।"... শুভ দোলযাত্রা।

* ভাগ্য তোমার, শুভেচ্ছা আমার। এই বসন্ত উৎসবের রঙের মতোই ভবিষ্যত রঙিন হোক তোমার। হ্যাপি হোলি!

* আপনাকে ও আপনার পরিবারের সকলকে শুভ দোলযাত্রার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই!

Advertisement

* বসন্ত উৎসবের শুভেচ্ছা বার্তা পৌঁছে যাক সবার দোরে দোরে। শুভ হোক সব।

* লাল, নীল, হলুদ আবিরের রঙে জীবনের প্রতিটা অধ্যায় হয়ে উঠুক রঙিন। সকলকে জানাই বসন্ত উৎসবের শুভেচ্ছা!

* মধুর মুহূর্ত এবং স্মৃতি দিয়ে ভরা এই দোলেতে অপনাকে এবং অপনার পরিবারের সকল সদস্যকে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা।

* রঙে রঙে রাঙিয়ে দাও এই মন, এই ভুবন…মেতে ওঠো রঙের উৎসবে…শুভ দোলযাত্রা

আরও পড়ুন: 'রঙ বরসে' টু 'বসন্ত এসে গেছে'! হোলির সেরা গানগুলি এক নজরে  

দোল পূর্ণিমার আগের দিন ন্যাড়া পোড়া রীতির মাধ্যমে মনে করা হয় যে মনের সব লোভ, হিংসা, পাপ ও সমস্ত নেতিবাচক শক্তি আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। রকমারি রঙ বার্তা বহন করে জীবনের অনেক আনন্দ ও পজিটিভিটির। আজতক বাংলার তরফ থেকেও সকলকে অনেক শুভেচ্ছা। আনন্দে কাটুক সকলের দোল পূর্ণিমা বা বসন্ত উৎসব।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement