আমরা সবাই জানি মশা কামড়ালে বিরক্তি, চুলকানি আর লালচে ফোলাভাব হয়। কিন্তু আসলে একটি স্ত্রী মশা একবার কামড়ে কতটা রক্ত খায় জানেন? উত্তরটা শুনে নিশ্চয়ই চমকে যাবেন।
এক কামড়ে কত রক্ত খায় মশা
গবেষণায় দেখা গেছে, স্ত্রী মশা এক কামড়ে মাত্র ০.০০১ থেকে ০.০১ মিলিলিটার রক্ত খায়, অর্থাৎ ১ থেকে ১০ মাইক্রোলিটার। সহজ করে বললে, এক ফোঁটা জলের পাঁচ ভাগের এক ভাগ মাত্র! মানুষের দেহের রক্ত শেষ করতে একসঙ্গে প্রায় ১০ লাখ মশা কামড় প্রয়োজন।
কীভাবে রক্ত চুরি করে মশা
স্ত্রী মশার মুখে থাকে একটি ধারালো সুচের মতো অঙ্গ, যার নাম প্রোবোসিস। এই অঙ্গ দিয়ে মশা আমাদের চামড়া ফুঁড়ে সূক্ষ্ম রক্তনালি খুঁজে বের করে এবং রক্ত চুষে নেয়। রক্ত খাওয়ার সময় মশা নিজের কিছুটা লালা শরীরে ঢুকিয়ে দেয়। সেই লালার কারণেই কামড়ের জায়গায় চুলকানি, ফোলা ও লাল দাগ হয়।
কামড়ালে কেন ফুলে যায়
মশার লালা শরীরে ঢোকার পর ইমিউন সিস্টেম সক্রিয় হয়ে ওঠে। তখন শরীর হিস্টামিন নামক রাসায়নিক নিঃসরণ করে, যা ওই স্থানে অ্যালার্জির মতো প্রতিক্রিয়া তৈরি করে। এর ফলেই কামড়ানো জায়গায় চুলকানি ও ফোলাভাব দেখা দেয়।
এত রক্ত কেন খায় মশা
মানুষের রক্ত মশার জন্য শুধু খাবার নয়, বরং ডিম পাড়ার জন্য অপরিহার্য প্রোটিনের উৎস। পর্যাপ্ত রক্ত খেতে পারলেই স্ত্রী মশা একসঙ্গে অনেক ডিম দিতে পারে। আশ্চর্যের ব্যাপার হলো, একটি মশা তার নিজের ওজনের তিন গুণ পর্যন্ত রক্ত খেতে পারে।
সব মশা কি রক্ত খায়?
না, শুধু স্ত্রী মশারাই রক্ত খায়। কারণ, ডিম দেওয়ার জন্য রক্ত দরকার হয়। অন্যদিকে, পুরুষ মশার মুখে প্রোবোসিস থাকে না, তাই তারা রক্ত খেতে পারে না। পুরুষ মশারা শুধু গাছের মধু ও মিষ্টি রস খেয়েই বেঁচে থাকে। এমনকি তারা যদি ভুল করে রক্ত খায়, সেটা তাদের জন্য ক্ষতিকর হতে পারে।