Advertisement

How to Get Rid of Snakes: কার্বলিক অ্যাসিড নয়, বর্ষায় সাপ দূরে রাখতে করুন এই কাজ

Snake Prevention Home Tips: বর্ষার সময় সাপের উপদ্রব বাড়ে। জলাশয় থাকলে, আশেপাশে জঙ্গল বা গাছপালা থাকলে বাড়িতে সাপ ঢোকার আশঙ্কা বাড়ে। অনেকেই ভাবেন কার্বলিক অ্যাসিড ছিটিয়ে সাপ তাড়ানো যায়।

Get Rid of Snakes:সাপ তাড়ানোর আসল উপায় জানুন।Get Rid of Snakes:সাপ তাড়ানোর আসল উপায় জানুন।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Jul 2025,
  • अपडेटेड 3:24 PM IST
  • বর্ষার সময় সাপের উপদ্রব বাড়ে।
  • জলাশয় থাকলে, আশেপাশে জঙ্গল বা গাছপালা থাকলে বাড়িতে সাপ ঢোকার আশঙ্কা বাড়ে।
  • অনেকেই ভাবেন কার্বলিক অ্যাসিড ছিটিয়ে সাপ তাড়ানো যায়।

Snake Prevention Home Tips: বর্ষার সময় সাপের উপদ্রব বাড়ে। জলাশয় থাকলে, আশেপাশে জঙ্গল বা গাছপালা থাকলে বাড়িতে সাপ ঢোকার আশঙ্কা বাড়ে। অনেকেই ভাবেন কার্বলিক অ্যাসিড ছিটিয়ে সাপ তাড়ানো যায়। কিন্তু বাস্তবে এটা খুব একটা কাজের নয়। বরং বর্ষায় সাপের ভয় থেকে মুক্তি পেতে কিছু নিয়ম মেনে চললেই সহজে সাপের উপদ্রব কমানো যায়। দেখে নিন কী করবেন—

১) কার্বলিক অ্যাসিডে খুব একটা কাজ হয় না

অনেকেই বাড়ির চারপাশে কার্বলিক অ্যাসিড ছিটিয়ে সাপ তাড়ানোর চেষ্টা করেন। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এতে খুব একটা কাজ হয় না। কারণ সাপের ঘ্রাণশক্তি অন্যরকম। তাই কার্বলিক অ্যাসিডের গন্ধে তারা বিশেষ বিরক্ত হয় না।

২) বাড়ির আশেপাশে ইট, পাটকেল, আবর্জনা জমতে দেবেন না

সাপ সাধারণত গরমের সময় বা বর্ষায় ঠান্ডা জায়গা খোঁজে। ইট, পাটকেল, বস্তার স্তূপ বা আবর্জনার নিচে সাপ লুকিয়ে থাকে। তাই বাড়ির আশেপাশে এমন কোনও জিনিস জমিয়ে রাখবেন না, যেখানে সাপ আশ্রয় নিতে পারে। পুরনো জিনিসপত্র সরিয়ে রাখুন, পরিচ্ছন্নতা বজায় রাখুন।

৩) ইঁদুর দূরে রাখুন

সাপ ইঁদুর খেতে ভালবাসে। তাই বাড়ির আশেপাশে ইঁদুর থাকলে সাপও চলে আসে। ইঁদুর যাতে না আসে, সেদিকে খেয়াল রাখুন। ইঁদুর ঢোকার সব রাস্তা বন্ধ করুন। নিয়মিত ইঁদুর তাড়ানোর ওষুধ ব্যবহার করতে পারেন।

৪) জঙ্গল পরিষ্কারের সময় দরজা-জানলা বন্ধ রাখুন

বর্ষায় আশেপাশে যদি জল জমে থাকে বা জঙ্গল সাফাইয়ের কাজ হয়, তখন সাপ নিজের জায়গা বদলায়। এই সময় সাপ বাড়ির ভেতর ঢুকে পড়ার আশঙ্কা থাকে। তাই এমন সময়ে বাড়ির সব দরজা-জানলা বন্ধ রাখুন।

৫) বাড়িতে গাছ রাখুন, তবে ঝোপ-ঝাড় পরিষ্কার রাখুন

ঘরের ভেতর বা বারান্দায় গাছ রাখা ভাল। তবে ঝোপ, আগাছা জমতে দেবেন না। হাঁটাচলার রাস্তা সবসময় পরিস্কার রাখুন। বাড়ির চারপাশের আগাছা কেটে ফেলুন। কারণ ঝোপঝাড়ে সাপ লুকিয়ে থাকে।

Advertisement

৬) রাতে চলাচলের সময় সাবধান থাকুন

সাপ সাধারণত রাতে বেশি বেরোয়। তাই রাতে চলাচলের সময় অবশ্যই সাবধান থাকুন। বাড়ির বাইরে গেলে টর্চ বা আলো ব্যবহার করুন। পায়ে জোরে জোরে আওয়াজ করে হাঁটুন। এতে সাপ ভয় পেয়ে পালিয়ে যায়।

বর্ষায় সাপ থেকে বাঁচতে এই সহজ উপায়গুলি মেনে চলুন। বাড়ি ও আশেপাশের এলাকা সবসময় পরিস্কার রাখুন। তবেই সাপের ভয় অনেকটাই কমবে।  

Read more!
Advertisement
Advertisement