Advertisement

Woolen Cloths Washing Tips: কীভাবে যত্ন নেবেন শীতের প্রিয় সোয়েটার-উলের পোশাকের? রইল টিপস

শীত মানেই সোয়েটার, উলেন মাফলার, হুডি, টুপির মরশুম। রঙীন সোয়েটার বা মাফলার স্টাইল করে নেওয়ার সময় কিন্তু চলে এসেছে। কিন্তু সোয়েটার-টুপি রোজ পরলেই হলো না, সেগুলো পরিষ্কারও রাখতে হবে।

শীতের পোশাক ধোবেন কীভাবে?শীতের পোশাক ধোবেন কীভাবে?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Dec 2025,
  • अपडेटेड 7:07 PM IST
  • শীত মানেই সোয়েটার, উলেন মাফলার, হুডি, টুপির মরশুম।

শীত মানেই সোয়েটার, উলেন মাফলার, হুডি, টুপির মরশুম। রঙীন সোয়েটার বা মাফলার স্টাইল করে নেওয়ার সময় কিন্তু চলে এসেছে। কিন্তু সোয়েটার-টুপি রোজ পরলেই হলো না, সেগুলো পরিষ্কারও রাখতে হবে। অনেক সময়ে সোয়েটশার্ট থেকে রোঁয়া ওঠে, কিংবা সোয়েটারের উল পাতলা হয়ে যায়। এগুলো অযত্নের কারণে হয়। এই মরশুমে যেমন উলের পোশাক ব্যবহার করবেন, তেমনই তার যত্ন নিন।

নিয়মিত কাচবেন না
উলের পোশাক ঘন ঘন কাচতে নেই। এতে উল নষ্ট হয়ে যায়। কিন্তু টানা ৫-৬ দিন পরার পরে বোঁটকা গন্ধ ছাড়তে থাকে। তাই না কেচেও উপায় নেই। শ্যাম্পু বা মাইল্ড লিকুইড ডিটারজেন্ট সোয়েটার কেচে নিতে পারেন। ঠান্ডা জলে লিকুইড ডিটারজেন্ট মিশিয়ে নিন। তাতে সোয়েটার ১৫-২০ মিনিট ভিজিয়ে রাখুন। তার পরে হাত দিয়ে রগড়ে নিন এবং জল নিংড়ে নিন। ৭-১০ দিন অন্তর এ ভাবে উলের পোশাক কেচে নিতে পারেন।

স্পট ক্লিনিং করুন
পাতলা সোয়েটার সপ্তাহে একদিন কাচা যায়। কিন্তু মোটা উলের সোয়েটার, জ্যাকেট, চাদর, লেপ-কম্বল কাচা সম্ভব নয়। ভালো সোয়েটার, জ্যাকেট বা কোট মাসে একবার কিংবা শীত শেষের সময়ে ড্রাই ক্লিনিং করিয়ে নেওয়া ভালো। পরতে গিয়ে যদি সোয়েটারে দাগ লেগে যায়, তখন স্পট ক্লিনিংয়ের সাহায্য নিতে পারেন। যে অংশে দাগ লেগেছে, তার উপর মাইল্ড লিকুইড ডিটারজেন্ট দিয়ে ঘষে নিন। তার পরে ওই টুকু অংশ ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন। পুরো সোয়েটারটা কাচবেন না।

রোদে দেবেন না
১০-১২ দিন সোয়েটার না কেচে পরতে অস্বস্তি হয়। এই সমস্যা এড়াতে ৩-৪ দিন অন্তর অন্তর সোয়েটার রোদে দিতে পারেন। না কেচে উলের পোশাকের যত্ন নিতে হলে রোদই ভরসা। তবে চড়া রোদে দেবেন না। এতে পোশাকের রং নষ্ট হয়ে যেতে পারে। এ ছাড়া উলের পোশাক কখনওই ঝুলিয়ে রাখবেন না। এতে ফ্যাব্রিক নষ্ট হয়ে যেতে পারে। তাই উলের পোশাক ভাঁজ করেই রাখুন।

Advertisement
Read more!
Advertisement
Advertisement