Advertisement

স্পোর্টস ব্রা-মিনি শর্টসে মালাইকার জিম! 'HOT' ভিডিও ভাইরাল

ফিটনেস সেশনের জন্য রিবুকের একটি স্পোর্টস ব্রা ও মিনিশর্টস বেছে নিয়েছেন মালাইকা। সে না হয় হলো, কিন্তু এই পোশাকের দাম জানেন! এক হাজার একশো এগারো টাকা। পোশাকের সঙ্গে মানানসই চুলের ক্যাসুয়াল বান।

মালাইকা আরোরার ইনস্টাগ্রাম পোস্ট। মালাইকা আরোরার ইনস্টাগ্রাম পোস্ট।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 20 Mar 2021,
  • अपडेटेड 6:12 PM IST
  • ইনস্টাগ্রাম ভিডিওয় তাক লাগালেন মালাইকা আরোরা
  • স্পোর্টস ব্রা ও মিনি শর্টসে অনবদ্য নায়িকা
  • জানেন এই জিম ওয়্যারের দাম?

নিয়মিত জিম এবং ডায়েট, শরীরচর্চা করে নিজেকে ফিট রাখতে সদাব্যস্ত মালাইকা আরোরা। শুক্রবারও এর অন্যথা হল না। ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন নায়িকা, লিখেছেন, "twerked her way into the weekend"। সেখানেই আরামদায়ক শর্টস ও স্পোর্টস ব্রা পরে ওয়ার্কআউটে ব্যস্ত তিনি। শুধু শরীরচর্চা নয়, জিমওয়্যারেও এখন টক অফ সোশ্যাল মালাইকাই। 

ফিটনেস সেশনের জন্য রিবুকের একটি স্পোর্টস ব্রা ও মিনিশর্টস বেছে নিয়েছেন মালাইকা। সে না হয় হলো, কিন্তু এই পোশাকের দাম জানেন! এক হাজার একশো এগারো টাকা। পোশাকের সঙ্গে মানানসই চুলের ক্যাসুয়াল বান। 
ভিডিওতে দেখা যাচ্ছে জ্যাসন ডেরলুসের গানের তালে ওয়ার্কআউট করছেন নায়িকা। 

ক্যাপশনেও সেই গানই বেছে নিয়েছেন মালাইকা। ইনস্টা কমেন্টে দেখা গেল ফারহা খান-সহ বেশ কয়েকজন তারকাদের বক্তব্য। ফিটনেসের বিষয়ে বরাবরই সিরিয়াস মালাইকা আরোরা। যোগা থেকে জিমের ওয়ার্কআউট ভিডিও, নিজের ইনস্টাগ্রামে প্রায়শই শেয়ার করতে দেখা যায় তাঁকে। 

আরও পড়ুন

বলিউডে তিনি জনপ্রিয় তাঁর বেশকিছু ডান্স নাম্বারের জন্য - ছাইয়া ছাইয়া (দিল সে) এবং মুন্নি বদনাম হুঁয়ি (দাবাং) এসব গান কে না শুনেছে। 
 

Read more!
Advertisement
Advertisement