Advertisement

টাকা-পয়সায় ফুলে ফেঁপে উঠবেন, অভাব হবে না; সন্ধেবেলা মানতে হবে এই ৫ নিয়ম

তবে উপার্জন করলেই যে সবাই সঞ্চয় করতে পারেন, এমনটা নয়। কেউ কেউ উপার্জন করেন অনেক, কিন্তু জমাতে পারেন না। অনেকের ক্ষেত্রে আবার টাকা-পয়সা জমলেও সংসারে শান্তি থাকে না। তাহলে উপায় কী?

representative Image representative Image
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 17 Jul 2025,
  • अपडेटेड 8:46 PM IST
  • কিছু ট্রিকস মানলে টাকা পয়সা হাতে থাকে
  • টাকা জমানোও সম্ভব হয়

অর্থ উপার্জন করতে সবাই চান। সেটাই স্বাভাবিক। হাতে টাকা-পয়সা না থাকার অর্থ আপনি অভাবের মধ্যে দিন কাটাচ্ছেন। অভাব থাকলে জীবনের উন্নতি আটকে যায়। অনেক ছোটো ছোটো লক্ষ্য পূরণ হয় না। সেজন্য রোজগার করা ও সঞ্চয় করা প্রয়োজন। 

তবে উপার্জন করলেই যে সবাই সঞ্চয় করতে পারেন, এমনটা নয়। কেউ কেউ উপার্জন করেন অনেক, কিন্তু জমাতে পারেন না। অনেকের ক্ষেত্রে আবার টাকা-পয়সা জমলেও সংসারে শান্তি থাকে না। তাহলে উপায় কী? অনেকে এই পরিস্থিতির মোকাবিলা করার জন্য জ্যোতিষশাস্ত্রের আশ্রয় নেন। তবে আপনি নিজে যদি কতগুলো সাধারণ নিয়ম মেনে চলেন তাহলে টাকা-পয়সার অভাব হবে না। সংসারে শান্তি থাকবে। সঞ্চয়ও বাড়বে।  

সেজন্য সন্ধেবেলা দেবী লক্ষ্মী এবং কুবের দেবের পুজা করতে হবে। পুজো করার সময় ৫টি গোমতী চক্র নিন। এই গোমতী চক্রগুলিতে চন্দন এবং জাফরান দিয়ে মহালক্ষ্মীর নাম লিখুন। এবার সেগুলোকে দেবী লক্ষ্মীর কাছে রাখুন। তারপর পুজো করুন। পুজো শেষে গোমতী চক্রগুলোকে একটি লাল কাপড়ে বেঁধে আলমারি বা নিরাপদ জায়গায় রেখে দিন। তাতে সম্পদ বাড়বে। দেবতার আশীর্বাদও পাবেন। এছাড়াও আরও কিছু উপায় আছে। সেগুলো মেনে চললেই হবে। 

প্রদীপ জ্বালান: জ্যোতিষীদের মতে, ঘরের পুজোর জায়গায় প্রতিদিন সন্ধেবেলা একটি প্রদীপ জ্বালান। প্রদীপটি-তে ঘি বা তেল দিন। নিয়ম করে প্রতিদিন এটা করতে হবে। 

টাকা যেখানে রাখেন পবিত্র সুতো বাঁধুন: যেখানে টাকা রাখেন সেখানে একটি পবিত্র সুতো বেঁধে রাখুন। এটা করলে আর্থিক লাভের সম্ভাবনা থাকে।

ঝাড়ুর নীচে রূপার মুদ্রা: ঝাড়ুর নীচে একটি রূপার মুদ্রা রাখলে সম্পদ বাড়ে। এতে আর্থিক অবস্থাও মজবুত হয়।

তুলসী গাছে প্রদীপ জ্বালান: তুলসী গাছের কাছে একটি ঘিয়ের প্রদীপ জ্বালানো শুভ বলে মনে করা হয়। এতে বাড়িতে ইতিবাচক শক্তি আসে। 

হলুদের তিলক: মা লক্ষ্মীর জায়গায় কড়ি রাখুন। লক্ষ্মীর আসনে হলুদ রেখে তা কপালে নিন। তাহলে সম্পদ বাড়বে। 
  

Advertisement
Read more!
Advertisement
Advertisement