বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছেন। সেই সময় মশার কামড় খেয়েই চলেছেন। অথচ বন্ধুরা বলছেন,মশা নেই। কেন এমনটা হচ্ছে? মশা আপনাকে কামড়াচ্ছে অথচ অন্যদের নয়। এমনটাও হতে পারে নাকি! আজ্ঞে হ্যাঁ, এমনটাও হয়। তার বৈজ্ঞানিক ভিত্তিও রয়েছে।
২০১৪ সালে একটি গবেষণাপত্র বলছে,কিছু লোককে মশাদের একটু বেশিই প্রিয়! তাঁদের দেহে কিছু রাসায়নিক নির্গত হয়। যেমন- ল্যাক্টিক অ্যাসিড, যা মশাদের বেশি করে আকৃষ্ট করে। এছাড়া বিপাকহার, ত্বকে সমস্যা থাকলেও মশাদের 'ভালবাসা' বেশি মেলে। এর সঙ্গে রয়েছে মশাদের পছন্দের রক্তের গ্রুপও।
মশার কামড় বেশি খাওয়ার সঙ্গে জড়িয়ে রয়েছে জিনও। কার্বন ডাইঅক্সাইডকে ধরে মশারা কামড়ানোর লোক খোঁজে। বিপাকহার বেশি ব্যক্তিদের কার্বনডাইঅক্সাইড নির্গমন বেশি। এই হার বেশি গর্ভবতী মহিলা বা বেশি মেদযুক্ত মানুষের। তাই মশারা তাঁদের প্রতি আকৃষ্ট হয়।
-কোন রঙের পোশাক পড়েছেন তার উপরেও নির্ভর করে মশার কামড় সংখ্যা। গাঢ় রঙের জামার প্রতি মশারা একটু বেশিই আকৃষ্ট হয়।
-বেশি চলাফেরা করলেও মশারা বেশি কাছে ঘেঁষে।
-যাঁদের রক্তের গ্রুপ 'ও', তাঁদের মশা 'এ' ও 'বি' রক্তের গ্রুপের চেয়ে বেশি পছন্দ করে।
যা মাথায় রাখবেন-
-'ও' রক্তের গ্রুপের ব্যক্তিদের মশা কামড়ানোর আশঙ্কা বেশি।
-শরীর থেকে ল্যাক্টিক অ্যাসিড ও অ্যামোনিয়া নির্গত বলে বেশি কামড়ায় মশা।
অত্যাধিক পরিমাণে কার্বন ডাইঅক্সাইড ছড়ালেও মশার কামড় বেশি জোটে।
- শরীরের তাপমাত্রা বেশি কিংবা বিয়ারজাতীয় অ্যালকোহল খেলে, এমনকি বেশি ঘাম হলেও মশারা চলে আসে।
মশার কামড় এড়াতে কী করবেন?
-মশার কামড় থেকে বাঁচতে নিয়মিত স্নান করুন। ব্যায়ামের পর বাড়ি ফিরে যত তাড়াতাড়ি সম্ভব স্নান করে নিন।
- মশা বেশি রয়েছে এমন জায়গায় বিয়ার খাওয়া এড়িয়ে চলুন।
- মশার উৎপাত বেশি রয়েছে এমন জায়গায় মোটা বুননের ঢাকা পোশাক পরুন।
আরও পড়ুন- ডায়াবেটিসের মোক্ষম ওষুধ আকন্দ পাতা, বিষ এড়িয়ে কীভাবে ব্যবহার?