Advertisement

স্টাইলের জন্য Pointed Shoes পরছেন, মারাত্মক ক্ষতি ডেকে আনছেন কিন্তু

অনেকেই বিয়ের অনুষ্ঠান এবং পার্টিতে সূচালো মুখের জুতো পয়েন্টেড শ্যু (Pointed Shoes) পরতে পছন্দ করেন। কিন্তু আপনি কি জানেন যে, এই ধরনের জুতো পায়ের জন্য খুবই ক্ষতিকারক। কারণ এই জুতাগুলো পরলে পায়ের পেশিতে পর্যাপ্ত চাপ পড়ে না, ফলে পায়ের পেশি দুর্বল হতে শুরু করে। এই প্রতিবেদনে পয়েন্টেড শ্যু-এর অপকারী দিকগুলি নিয়েই আলোচনা করা হবে।  

পয়েন্টেড শ্যুপয়েন্টেড শ্যু
Aajtak Bangla
  • দিল্লি,
  • 02 Aug 2022,
  • अपडेटेड 5:34 PM IST
  • পয়েন্টেড শ্যু অনেকেরই পছন্দের
  • রয়েছে অনেক ক্ষতিকারক দিক
  • জেনে নিন বিস্তারিত

অনেকেই বিয়ের অনুষ্ঠান এবং পার্টিতে সূচালো মুখের জুতো পয়েন্টেড শ্যু (Pointed Shoes) পরতে পছন্দ করেন। কিন্তু আপনি কি জানেন যে, এই ধরনের জুতো পায়ের জন্য খুবই ক্ষতিকারক। কারণ এই জুতাগুলো পরলে পায়ের পেশিতে পর্যাপ্ত চাপ পড়ে না, ফলে পায়ের পেশি দুর্বল হতে শুরু করে। এই প্রতিবেদনে পয়েন্টেড শ্যু-এর অপকারী দিকগুলি নিয়েই আলোচনা করা হবে।  

১. জয়েন্টে ব্যথা
জয়েন্টে বা গাঁটের ব্যথা সবসময় চোট বা অন্য কোনও রোগের কারণেই হয় না। অনেক সময় আমাদের দৈনন্দিন রুটিনে ভুল অভ্যাসের কারণেও এমনটা হয়। সূচালো মুখের জুতো পরলে পায়ে এবং আঙ্গুলে ভুল চাপ পড়ে, যার ফলে হাড়ের ব্যথার সমস্যা দেখা দিতে পারে। তাই যদি পায়ের জয়েন্টের ব্যথা থেকে বাঁচাতে চান, তাহলে আপনাকে এই ধরনের জুতো পরা এড়িয়ে চলতে হবে।

২. বুড়ো আঙুলে নখের সমস্যা
পয়েন্টেড জুতোয় আরও অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে। এই ধরনের জুতো নিয়মিত পরলে একদিকে যেমন পায়ে ব্যথা হতে পারে, অন্যদিকে বুড়ো আঙুলের নখেরও ক্ষতি হতে পারে। এমনকী বুড়ো আঙুলের জয়েন্টের হাড়েও সমস্যা তৈরি করে এই জুতো। এক্ষেত্রে বুড়ো আঙুলের হাড় বাঁকাও হয়ে যেতে পারে।

আরও পড়ুন

৩. অর্থের অপচয়
আজকাল ফ্যাশনের যুগ, আর বর্তমান সময়ে ফ্যাশনের কথা মাথায় রেখে অনেকেই এই ধরনের জুতো কেনেন। এরপর যখন এই জুতো থেকে পায়ের ক্ষতি শুরু হয়, তখন সেটি পরা বন্ধ করা হয়। বাতিল করা হয় হয় জুতোটিকে। ফলে দাম দিয়ে কেনার পরে কার্যত অর্থের অপচয় হয়। অতএব স্বাস্থ্য বাঁচাতে ও অর্থের অপচয় এড়াতে এই ধরনে জুতো না পরাই ভাল বলে পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। 

 

Read more!
Advertisement
Advertisement